For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেতে পারেন হানিপ্রীত!কেন এমন হতে পারে জানেন

পাঞ্চকুলা কোর্টে এবার চলছে হানিপ্রীতের বিরুদ্ধে চলছে অপরাধ মূলক ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার মামলা।

  • |
Google Oneindia Bengali News

২০১৭ সালের অগাস্ট মাসে ধর্ষণের দায়ে দোষী সাব্য়স্ত হন ধর্মগুরু বাবা রাম রহিম ইনসান। তাঁকে জেলে নিয়ে যাওয়ার সময় হিংসায় জ্বলে ওঠে কোর্ট চত্বরের আশপাশ তথা সারা হরিয়ানা। সেখান থেকে পাঞ্জাবে জ্বলতে থাকে হিংসার আগুন । সেই সময়ে রামরহিমের ঘনিষ্ঠ শিষ্যা তথা পালিত কন্যা হানিপ্রীতের বিরুদ্ধে সেই হিংসা ছড়ানোর ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। এবার সেই পাঞ্চকুলা কোর্টেই এবার চলছে হানিপ্রীতের বিরুদ্ধে চলছে অপরাধ মূলক ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার মামলা।

যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেতে পারেন হানিপ্রীত!কেন এমন হতে পারে জানেন

ধৃত হানিপ্রীত পুলিশের জালে ধরা পড়ার পর ,গত নভেম্বর মাসে তাঁর বিরদ্ধে ১২০০ পাতার চার্জশিট পেশ করে হানিপ্রীত সিং। হানিপ্রীতের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার মামলা নিয়ে ৯৯ জন সাক্ষী দিতে রাজি রয়েছেন। যদি এই মামলায় হানিপ্রীত দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই দাবি করছেন অনেকে। সেক্ষেত্রে ১২১ এ ১২০ -বি ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হতে পারার সম্ভাবনা রয়েছে। বর্তমানে আম্বালা জেলে বন্দি হানিপ্রীতের বিরুদ্ধে ১২১,১২১এ, ২৬১, ১৪৫, ১৫০, ১৫১, ১৫২, ১৫৩, ১২০-বি, ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আগামী ২৯ মার্চ হানিপ্রীতের বিরুদ্ধে চলা মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে আদালত। হানিপ্রীত ছাড়াও এই মামলায় আরও ২৪ জনের বিরুদ্দে অভিযোগ রয়েছে। এর আগে, হানিপ্রীতের বিরুদ্ধে অভিয়োগ দায়েরের পর থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন রামরহিমের ঘনিষ্ঠ এই শিষ্যা। পরে যদিও তাঁকে পাকড়াও করে পুলিশ।

English summary
Honeypreet may get life term Here is the Details .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X