For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে আকাশপথে জঙ্গি হামলার আশঙ্কা, জারি হল সতর্কতা

আসন্ন প্রজাতন্ত্র দিবসে জঙ্গি হামলার আশঙ্কায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা হয়েছে সতর্কতা।

  • |
Google Oneindia Bengali News

আসন্ন প্রজাতন্ত্র দিবসে জঙ্গি হামলার আশঙ্কায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা হয়েছে সতর্কতা। মোট সাতটি শহরের নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সিগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।

প্রজাতন্ত্র দিবসে আকাশপথে জঙ্গি হামলার আশঙ্কা, জারি সতর্কতা

গত সপ্তাহের বৃহস্পতিবার দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশের পুলিশের ডিজি-দের কাছে সতর্ক থাকার নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে। বলা হয়েছে, আকাশপথে বিশেষ নজরদারি চালাতে। মনে করা হচ্ছে, আকাশপথে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। ফলে সেদিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।

প্রজাতন্ত্র দিবসের দিন কোনও ছোট-মাঝারি বিমান অথবা হেলিকপ্টার উড়তে দেওয়া যাবে না। ২৬ জানুয়ারি সকাল ছটা থেকে রাত ৯টা পর্যন্ত এই ধরনের উড়ান দিল্লির ৩০০ কিলোমিটারের মধ্যে ওড়ানো বন্ধ রাখতে বলা হয়েছে। তবে সরকারি পরিষেবা চালানো যেতে পারে।

দিল্লির রাষ্ট্রপতি ভবন, রাজপথ, বিজয় চকের মতো জায়গায় ২৬ ও ২৯ জানুয়ারি উড়ান, ফ্লাইং ক্যামেরা ও ড্রোন ওড়ানো বন্ধ রাখতে বলা হয়েছে। এর পাশাপাশি প্রতিটি রাজ্যের নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সিগুলিকে সব জায়গা কড়া নজরে রাখতে বলা হয়েছে।

English summary
Home Ministry issues alert to 7 states over aerial threat on Republic Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X