For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলকে ঠেকাতে শিখ-দাঙ্গা প্রসঙ্গ টানলেন রাজনাথ, বিক্ষুব্ধদের দিলেন সমঝোতার বার্তা

সংসদে রাহুলের মাস্টারস্ট্রোকের পর ১৯৮৪ সালের শিখ দাঙ্গার কথা টেনে কংগ্রেসকে আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, গণহিংসা নিয়ে কংগ্রেসে মুখে কোনও কথা মানায় না।

Google Oneindia Bengali News

সংসদে রাহুলের মাস্টারস্ট্রোকের পর ১৯৮৪ সালের শিখ দাঙ্গার কথা টেনে কংগ্রেসকে আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, গণহিংসা নিয়ে কংগ্রেসে মুখে কোনও কথা মানায় না। তার কারণ, সবচেয়ে বড় গণহিংসার ঘটনা ঘটেছে ১৯৮৪ সালে, দিল্লিতে বসবাসকারী শিখরা আজও সেই ঘটনার আতঙ্ক ভুলতে পারেননি।

রাহুলকে ঠেকাতে শিখ-দাঙ্গা প্রসঙ্গ টানলেন রাজনাথ, বিক্ষুব্ধদের দিলেন সমঝোতার বার্তা

শুধু গণহিংসাই নয়, এজিন কংগ্রেসকে জবাব দিতে প্রাচীন ইতিহাস টেনে এনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উদ্ধৃতি তুলে ধরে তিনি কংগ্রেকে বিঁধেছেন। আরএসএসের অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায় যে প্রাচীন ইতিহাসের কথা টেনে এনে ছিলেন সেই বক্তব্যই প্রতিধ্বনিত হয় রাজনাথের মুখে। কংগ্রেসকে চাপে ফেলতেই প্রণব মুখোপাধ্যায়ের আরএসএস-মন্তব্য সামনে আনেন তিনি।

এদিন রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'বিরোধীদের মধ্যে বেশ কিছু নেতার আত্ম অহঙ্কার প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে, তা আজ লোকসভায় সকলে প্রত্যক্ষ করেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অর্থনীতি এতটাই শক্তিশালী হয়েছে যে একে বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রগতিসম্পন্ন অর্থনীতি বলা হচ্ছে। তাই এই সরকারের বিরুদ্ধে কিছুই বলার নেই কংগ্রেস তথা বিরোধীদের। তাই সংসদে চিপকো আন্দোলন শুরু করেছে কংগ্রেস। কংগ্রেস ও বিরোধীদের এদিন চাঁছাছোলা ভাষায় আক্রমণ করে রাজনাথ বুঝিয়ে দেন তাঁরাও তৈরি বিরোধীদের সম্মিলিত প্রতিরোধের মোকাবিলা করতে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'চন্দ্রবাবু নাইডু আমাদের মিত্র ছিলেন, থাকবেন, তিনি একটি ভিন্ন রাজনৈতিক দলের বলে সেই মিত্রতা ভেঙে যাবে এমনটা নয়, কিছু বিষয়ে মত পার্থক্য হয়েছে আমাদের মধ্যে। তা মিটে যাবে শীঘ্রই। তাঁর কথায়, অন্ধ্রপ্রদেশকে প্রতিশ্রুতিমতো সমস্ত আর্থিক সাহায্য করা হয়েছে, কিছু সাহায্য বাকি আছে, কারণ অন্ধ্রপ্রদেশ ভেঙে দু'টি রাজ্য হয়েছে, এই দুই রাজ্য সরকারকে কিছু কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্ত না নেওয়া হলে বাকি সাহায্য করা যাচ্ছে না।

এদিন রাজনাথের নিশানা থেকে বাদ গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিমও। তিনি বলেন, পশ্চিমবঙ্গের এক মন্ত্রী বলেছেন তিনি তাঁর বিধানসভাক্ষেত্রে পাকিস্তানের পতাকা উড়িয়ে তার পরিচয় বদলে ফেলবেন! এই ধরনের আচরণের বিরুদ্ধে দেশবাসীর গর্জে ওঠা উচিত। শুধু ফিরহাদের মন্তব্যের সমালোচনাই নয়, কংগ্রেস সাংসদ শশী থারুরের 'হিন্দু তালিবান' বা 'হিন্দু পাকিস্তান' মন্তব্যেরও কড়া সমালোচনা করেন রাজনাথ। কংগ্রেস ও বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, 'যারা সংসদে হামলা করে, তাদের প্রতি সহানুভুতি ব্যক্ত করে কী প্রমাণ করার চেষ্টা চালাচ্ছেন বিরোধীরা!

English summary
Home Minister Rajnath Singh attacks Congress on 1984 Sikh genocide. He also gives message to Congress president Rahul Gandhi and opponent,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X