For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একের পর নিরাপরাধ মানুষ খুনে অগ্নিগর্ভ উপত্যকা, চলতি সপ্তাহেই কাশ্মীর উড়ে যাচ্ছেন অমিত শাহ

একের পর নিরাপরাধ মানুষ খুনে অগ্নিগর্ভ উপত্যকা, চলতি সপ্তাহেই কাশ্মীর উড়ে যাচ্ছেন অমিত শাহ

  • |
Google Oneindia Bengali News

দিন যত গড়াচ্ছে কাশ্মীর নিয়ে ততই বাড়ছে চাপ বাড়ছে। একের পর এক নিরপরাধ মানুষের হত্যায় চাপ বাড়ছে কেন্দ্রের উপরেও। সাধারণ নাগরিক থেকে সেনা জওয়ানদের পরপর মৃত্যু কপালে ভাঁজ ফেলেছে গোয়েন্দাদের। এমতাবস্থায় এবার চলতি সপ্তাহেই কাশ্মীর উড়ে যাচ্ছেন স্বারাষ্ট্র মন্ত্রী অমিত শাহ(amit shah)। কাশ্মীরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতেই আগামী ২৩ ও ২৪ অক্টোবর উপত্যকায় থাকবেন শাহ।

৩৭০ ধারা বিলোপের পর প্রথমবার কাশ্মীরে অমিত শাহ

৩৭০ ধারা বিলোপের পর প্রথমবার কাশ্মীরে অমিত শাহ

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রশাসিত অঞ্চলরূপে কাশ্মীরের(Kashmir) আত্মপ্রকাশের পর সম্প্রতি উপত্যকায় প্রধানমন্ত্রীর পা পডলেও স্বরাষ্ট্রমন্ত্রীর সফর এই প্রথম। এদিকে যে সময় তিনি সফর করতে চলেছেন তখন জঙ্গিহানায় কার্যত দিশেহারা অবস্থা গোটা উপত্যকারই। খুন হয়ে যাচ্ছেন একের পর এক সাধারণ মানুষ। ধর্মী মৌলবাদ আর উগ্রবাদীরের রোষনালে পড়ছে পুলিশ-জওয়ানেরাও। এমতাবস্থায় স্বারাষ্ট্রমন্ত্রীর কাশ্মীর সফর নিয়ে যথেষ্ট আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।

সোমবারও বসে জরুরি বৈঠক

সোমবারও বসে জরুরি বৈঠক

এদিকে সোমবারই কাশ্মীর সহ গোটা দেশেরই নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন স্বারাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ইন্টেলিজেন্স ব্যুরোর (IB) দফতরে বসে সেই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (DGP)। অন্যান্য উচ্চপদস্থ পুলিশকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বলে জানা যায়। ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিকরাও। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (CAPF) ডিরেক্টর জেনারেলও উপস্থিত ছিলেন শাহের বৈঠকে। সেখানেও কাশ্মীর নিয়ে একগুচ্ছ প্রস্তাব উঠে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে।

মোদীর সঙ্গে বৈঠক

মোদীর সঙ্গে বৈঠক

এদিকে মঙ্গলবার সকালে আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে নিজের বাসভবনে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানেও কাশ্মীর প্রসঙ্গে উঠেছে বলে জানা যাচ্ছে। এদিকে গত ১৫ দিনে কাশ্মীরে ১৩ জন নাগরিকের মৃত্যুকে ঘিরে যথেষ্ট চাপে সে রাজ্যের প্রশাসনও। এদিকে বিরোধীরাও জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছে।

শীর্ষস্থানীয় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক

শীর্ষস্থানীয় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক

এদিকে ২৩ তারিখ কাশ্মীর সফরে গিয়ে জম্মুতে একটি সভায় বক্তব্যও রাখার কথা রয়েছে অমিত শাহের। সেই বৈঠক করবেন কেন্দ্রশাসিত অঞ্চলের শীর্ষস্থানীয় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে। আর সেই সংক্রান্ত পরামর্শও এদিন মোদীর সঙ্গে সেরে ফেলেছেন শাহ। এমতাবস্থায় শাহের আগমণে কাশ্মীরের পরিস্তিতির নতুন করে উন্নতি হয় কিনা এখন সেটাই দেখার।

কেরলে আবহাওয়ায় বড় পরিবর্তন! পরিস্থিতিকে উপেক্ষা করলে আরও বড় ক্ষতির আশঙ্কা বিশেষজ্ঞদেরকেরলে আবহাওয়ায় বড় পরিবর্তন! পরিস্থিতিকে উপেক্ষা করলে আরও বড় ক্ষতির আশঙ্কা বিশেষজ্ঞদের

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia


English summary
kills innocent people one after another in Kashmir, Amit Shah to fly to Kashmir this week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X