For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা বৈঠকের মাঝেই উত্তপ্ত বাদানুবাদে জড়ালেন অমিত-উদ্ধব, বাড়ছে চাপানৌতর

মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে উত্তপ্ত বাদানুবাদে জড়ালেন অমিত-উদ্ধব

  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে ক্রমেই বাড়ছে করোনা উদ্বেগ। এদিকে একাধিক রাজ্যের পাশাপাশি নতুন করে ভয় ধরাচ্ছে মহারাষ্ট্রের করোনা সংক্রমণ। এদিকে এই সঙ্কটজনক পরিস্থিতির মোকাবিলা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমতাবস্থায় তারমাঝেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা গেল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরেকে।

অমিত-উদ্ধব বাগবিতণ্ডা নিয়ে বাড়ছে চাপানৌতর

অমিত-উদ্ধব বাগবিতণ্ডা নিয়ে বাড়ছে চাপানৌতর

সূত্রের খবর, মহারাষ্ট্রের করোনা পরিসংখ্যান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে জটিলতার সূত্রপাত। সেই সময় আসল আক্রান্তের সংখ্যা নিয়ে বাদানুবাদ শুরু হয় অমিত-উদ্ধভের মধ্যে। এমনকী তাঁদের থামাতে আসারে নামতে হয় খোদ প্রধানমন্ত্রীকে। সূত্রের খবর, মহারাষ্ট্র সরকারের তরফে যে পরিসংখ্যান সামনে আনা হয় তা মানতে নারাজ ছিলেন অমিত শাহ। উল্টে 'সঠিক তথ্য' নিয়ে তিনি পাল্টা চাপ তৈরি করেন শিবসেনা প্রধানের উপর। এমনকী টিকাকরণ নিয়েও তৈরি হয় জটিলতা।

গুজরাতের মুখ্যমন্ত্রীকেও বিশেষ নির্দেশ মোদীর

গুজরাতের মুখ্যমন্ত্রীকেও বিশেষ নির্দেশ মোদীর

অন্যদিকে মহারাষ্ট্র ছাড়াও গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির থেকেও সে রাজ্যের করোনা পরিস্থিতির পূর্ণাঙ্গ রিপোর্ট চান মোদী।জোর দেওয়া হয় আক্রান্তের সংখ্যার সঠিক সংখ্যার উপরেও। সূত্রের খবর, করোনা সঙ্কটের মাঝে মু্ম্বইয়ে করোনা টিকাকরমে গতি আনতে একাধিক নতুন প্রস্তাব দেন উদ্ধব ঠাকরে। এমনকী মুম্বাই-ভিত্তিক হাফকাইন ইনস্টিটিউটকে টিকা তৈরির ক্ষেত্রে ছাড়পত্র দেওয়ার দাবিও তোলেন তিনি। যদিও তাতে আংশিক সম্মতি দিয়েছঠে মোদী।

মোদীর কাছে কী দাবি জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ?

মোদীর কাছে কী দাবি জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ?

অন্যদিকে টিকাকরণ প্রক্রিয়ায় গতি আনার জন্য কেন্দ্রের কাছে একাধিক দাবি রাখে মহারাষ্ট্র সরকার। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের সরকারি বিবৃতি আবার টিকাকরণে মহারাষ্ট্র সরকারের ভূয়সী প্রশংসা করে এমনকী। টিকাকরণ প্রক্রিয়া নিয়েও সন্তোষ প্রকাশ করে বলে খবর। যদিও আগামীতে টিকাকরণের পরিমাণ বৃদ্ধির উপরে বিশেষ ভাবে জোর দেওয়া হয়।

কোথায় দাঁড়িয়ে মহারাষ্ট্রের করোনা টিকাকরণ ?

কোথায় দাঁড়িয়ে মহারাষ্ট্রের করোনা টিকাকরণ ?

এদিকে বর্তমানে মহারাষ্ট্রে প্রত্যহ ১ লক্ষ ৩৮ হাজার ৯৫৭ জনকে গড়ে করোনা টিকা দেওয়া হচ্ছে। এমনকী এখনও পর্যন্ত উদ্ধবের রাজ্যে মোট ৩৫.৫২ লক্ষ মানুষকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি সরকারি বিবৃতি অনুসার এও জানা যাচ্ছে টিকাকরণের জন্য এখনও মহারাষ্ট্রের হাতে ৩১ লক্ষ ৩৮ হাজার ৪৬৩ টি ডোজ রয়েছে। এমতাবস্থায় অমিত-উদ্ধব বাগবিতণ্ডা মহারাষ্ট্রের করোনা উদ্বেগ যে নতুন করে যে বাড়াবে তা বলাই বাহুল্য।

বিমল গুরুং-এর গ্রেফতারি চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাবিমল গুরুং-এর গ্রেফতারি চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

English summary
In the middle of the Corona meeting, Amit-Uddhab got involved in a heated argument, the pressure is increasing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X