For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জম্মু ও কাশ্মীর সফরে বৈষ্ণোদেবীতে অমিত শাহ! বিকেলে সভা রাজৌরিতে, করতে পারেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা

তিন দিনের জম্মু ও কাশ্মীর সফরে সোমবার জম্মুতে গিয়ে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অতি শাহ। এদিন সকালে তিনি লেফটেন্ট্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈষ্ণো দেবী মন্দিরে যান তিন

  • |
Google Oneindia Bengali News

তিন দিনের জম্মু ও কাশ্মীর সফরে সোমবার জম্মুতে গিয়ে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অতি শাহ। এদিন সকালে তিনি লেফটেন্ট্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈষ্ণো দেবী মন্দিরে যান তিনি। এদিকে বিকেলে রাজৌরিতে তাঁর সমাবেশের আগে নিরাপত্তার কারণে সেখানকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

রাজ্য ভাগের পরে দ্বিতীয় সফর

রাজ্য ভাগের পরে দ্বিতীয় সফর

২০১৯-এর অগাস্টে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়। এছাড়া রাজ্য ভাহ করে লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। সেই সময়ের পর থেকে অমিত শাহের এটি জম্মুতে প্রথম এবং কাশ্মীরে দ্বিতীয় সফর। সোমবার তাঁকে জম্মুতে স্বাগত জানান, উপরাজ্যপাল লেফটেন্ট্যান্ট মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। মঙ্গলবার বিকেলে অমিত শাহ সভা করবেন রাজৌরিতে আর বুধবার সভা করবেন উত্তর কাশ্মীরের বারামুলায়। এছাড়াও বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীনগরে রাজভবনে নিরাপত্তা নিয়ে উচ্চ-পর্যায়ের বৈঠক করবেন।

গুরুত্বপূর্ণ ঘোষণার সম্ভাবনা

গুরুত্বপূর্ণ ঘোষণার সম্ভাবনা

জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতারা ইঙ্গিত করেছেন এই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাহাড়ি সম্প্রদায়ের জন্য তফশিলি উপজাতির মর্যাদার ইস্যুতে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন। সেখানকার গুর্জর সম্প্রদায়, যাঁদের ইতিমধ্যেই তফশিলি উপজাতির মর্যাদা রয়েছে, কারা পণ্ডিতদের এই মর্যাদা দেওয়ার বিরোধিতা করেছে। কেননা তাঁরা মনে করছে, এই ঘোষণা করা হলে, সরকারি চাকরিতে তাদের সুযোগ কমবে। সেই কারণে গুর্জর সম্প্রদায়ের তরফে রাজৌরি, পুঞ্চ এবং জম্মু এলাকায় পাহাড়িদের তফশিলি উপজাতি মর্যাদা দানের বিরোধিতা করে বিক্ষোভ দেখিয়েছে। এব্যাপারে পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি অভিযোগ করে বলেছেন, বিজেপি জম্মু অঞ্চলে পাহাড়িদের বিরুদ্ধে গুর্জরদের দাঁড় করানোর চেষ্টা করছে।

আশাবাদী পাহাড়ি সম্প্রদায়

আশাবাদী পাহাড়ি সম্প্রদায়

জম্মু ও কাশ্মীর পাহাড়ি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার ফোরামের তরফ থেকে মহঃ আফজল খান বলেছেন, তারা এবার অমিত শাহের সফরে পাহাড়ি সম্প্রদায়কে তফশিলি উপজাতি মর্যাদা দানের ব্যাপারে আশাবদী। তারা মনে করছেন, তাদের সম্প্রদায় দীর্ঘদিন এই মর্যাদা থেকে বঞ্চিত। তবে এর আগে জম্মু ও কাশ্মীর বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর বলেছেন, অমিত শাহের এই সফরে এব্যাপারে ঘোষণার ইঙ্গিত করেছিলেন।
এছাড়াও বিজেপির তরফ থেকে অমিত শাহের সফরে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণার ব্যাপারে আশাপ্রকাশ করেছেন।

বৈষ্ণোদেবী দর্শনে অমিত শাহ

এদিন সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপরাজ্যপাল মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংকে সঙ্গে নিয়ে মাতা বৈষ্ণোদেবী দর্শনে যান। সেখানে তিনি আরতিতেও অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরে ছোট উপহার! জম্মু-কাশ্মীরে ডিজি হত্যার দায় স্বীকার জঙ্গি সংগঠন PAFF-এরস্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরে ছোট উপহার! জম্মু-কাশ্মীরে ডিজি হত্যার দায় স্বীকার জঙ্গি সংগঠন PAFF-এর

English summary
Home Minister Amit Shah starts 3 three-day visit to Jammu Kashmir; to address mega rally in Rajouri on tursday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X