এমসিএলআর-এ ২৫ বেসিস পয়েন্ট কমাল এসবিআই! কতটা সস্তা হবে গৃহঋণ?
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই গৃহঋণে সুদের হার কমাল। এদিন এক ঘোষণা করে এসবিআই-এর তরফে জানিয়ে দেওয়া হয়, এমসিএলআর-এর হারে ২৫ বেসিস পয়েন্ট কাটছাঁট করছে তারা। এর ফলে গৃহঋণে সুদের হার কমবে অনেকটাই। নতুন এই হার লাগু করা হবে ১০ জুন থেকে।

এসবিআই তাদের বেস রেটও কমিয়েছে
এছাড়া এসবিআই তাদের বেস রেটও কমিয়েছে ৭৫ বেসিস পয়েন্ট। এর ফলে সুদের হার নিজের থেকেই ৮.১৫ শতাংশ থেকে কমে ৭.৪০ শতাংশ হয়ে গেছে। এই নতুন হার গালু করা হবে ১০ জুন থেকে। প্রসঙ্গত, এই নিয়ে লাগাতার ১৩ বার গৃহঋণে সুদের হার কমানো হল।

গতমাসে এমসিএলআর কমানো হয়েছিল
এর আগে মে মাসে এমসিএলআর ৭.৪০ শতাংশ থেকে কমিয়ে ৭.২৫ শতাংশ করা হয়েছিল। এর জেরে এমসিএলআর-এর সঙ্গে যুক্ত গৃহঋণ প্রকল্পে ৩০ বছরের পরিশোধ মেয়াদে ২৫ লক্ষ টাকা অবধি গৃহঋণে ইএমআই বছরে প্রায় ২৫৫ টাকা কমল।

রেপোরেট কমায় আরবিআই
এর আগে দেশের অর্থনীতিতে যে বড় ধাক্কা লেগেছে তার মোকাবিলায় ২০ লক্ষ ৯৭ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের সেই পদক্ষেপের সহায়ক আর্থিক পরিবেশ গড়ে তুলতে রেপো রেট কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

রেপোরেট কমিয়ে কমে ৪ শতাংশ হয়
নগদ প্রবাহ বাড়াতে ও অর্থনীতিকে সচল করতে রেপো রেট আরও ৪০ বেসিস পয়েন্ট কমানো হয়। আগে তা ছিল ৪.৪০ শতাংশ। তা কমে ৪ শতাংশ হয়। রিভার্স রেপো রেটও ৪০ বেসিস পয়েন্ট কমানো হল। নতুন রিভার্স রেপো রেট হল ৩. ৩৫ শতাংশ। কয়েক মাসের তফাতে এই নিয়ে ৮ বার রেপো রেট কাটছাঁট করল আরবিআই। এর ফলে ১৫ বছরের মধ্যে সব থেকে কম হওয়ার পথে গৃহঋণ।

রেপো রেটের সঙ্গে যুক্ত থাকা গৃহ ঋণের সুদ বাড়ায় এসবিআই
এদিকে গত মাসে এসবিআই জানিয়ে দেয় যে রেপো রেটের সঙ্গে যুক্ত থাকা গৃহ ঋণের ক্ষেত্রে তারা ৩০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়াচ্ছে। এছাড়াও বাড়ি বন্ধক রেখে নেওয়া পার্সোনাল লোনের সুদের হারও ৩০ বেসিস পয়েন্ট বাড়ানো হল। সেই হারে কোনও বদল করা হয়নি।

আনলক প্রক্রিয়ায় সরকারি কর্মীদের অফিস যাওয়ার ক্ষেত্রে নির্দেশিকা জারি! জানুন বিস্তারিত