For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে ইস্যুতে ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্টকে একহাত নিলেন অরুণ জেটলি

রাফালে ইস্যুতে মুখ খুলে এবার ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওল্যাঁদের বিরুদ্ধে তোপ দাগলেন অর্থমন্ত্রী অরুণ জোটলি।

  • |
Google Oneindia Bengali News

রাফালে ইস্যুতে মুখ খুলে এবার ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদের বিরুদ্ধে তোপ দাগলেন অর্থমন্ত্রী অরুণ জোটলি। অর্থমন্ত্রীর দাবি , প্রাক্তন ফ্রান্স প্রেসিডেন্ট রাফালে চুক্তি ইস্যুতে দু'রকমের কথা বলছেন । অরুণ জেটলির দাবি, 'সত্যির কখনও দুটি ধরনের সংস্করণ হয় না'।

রাফায়েল ইস্যুতে ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্টকে একহাত নিলেন আরুণ জেটলি

উল্লেখ্য, রাফালে চুক্তি ইস্যুতে মোদী সরকার ও বিজেপির বিরুদ্ধে ক্রমেই তোপ দাগছে কংগ্রেস। এই বিতর্ক ঘিরে ক্রমেই কোণঠাসা হয়ে চলেছে গেরুয়া শিবির। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটান ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদ। যে পোস্ট-এর মূল বক্তব্য ছিল, অনিল আম্বানির রিলায়েন্সে গ্রুপকে সাহায্য পাইয়ে দিতেই এই চুক্তির বহু দিক বদল করে দেয় মোদী সরকার। ওলাঁদের বক্তব্য প্রকাশ্যে আসবার পরই উত্তপ্ত হতে থাকে জাতীয় রাজনীতি। বার বার বিজেপিকে নিশানায় রেখে তোপ দাগেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিকে, রাফালে ইস্যুতে ওল্যাঁদের বক্তব্য নিয়ে রাহুলকে বিদ্ধ করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

অরুণ জেটলির দাবি, ওলাঁদ ও রাহুল গান্ধীর মধ্যে কোনও গোপন যোগ রয়েছে। যা প্রকাশ্যে ৩০ অগাস্ট দু'জনের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। অরুণ জেটলি প্রশ্ন তোলেন, রাহুল নিজের টুইটে যেভাবে রাফালে ইস্যুতে বোমা ফাটানোর দাবি করেন , তা নিয়ে। ডেটলির প্রশ্ন, ফ্রান্স থেকেই যে এই ইস্যুতে কোনও বক্তব্য উঠে আসবে , তা কীভাবে জানতে পেরেছেন কংগ্রেস প্রেসিডেন্ট।

English summary
Union Finance Minister Arun Jaitley on Sunday said former French President Francois Hollande had made contradictory statements on the Rafale deal and asserted that “truth cannot have two versions.”
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X