For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আশঙ্কাই সত্যি হতে চলেছে, হোলির রং ফিকে হতে চলেছে দিল্লিতে, করোনা সংক্রমণের আশঙ্কায় জারি হল নির্দেশিকা

আশঙ্কাই সত্যি হতে চলেছে, হোলির রং ফিকে হতে চলেছে দিল্লিতে, করোনা সংক্রমণের আশঙ্কায় জারি হল নির্দেশিকা

Google Oneindia Bengali News

ফের সেই মার্চ মাস। করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে দেশে। সংক্রমণ রুখতে রাজধানী দিল্লিতে হোলি উৎসবে নিষেধাজ্ঞা জারি করল কেজরিওয়াল সরকার। নির্দেশিকায় বলা হয়েছে পাড়ায় বা উৎসব করে হোলির উৎসব করা যাবে না। যে যার নিজের বাড়িেত পরিবারের সীমিত সংখ্যক লোকের সঙ্গে হোলি উৎসবে মাতুন। দিল্লির ম্যাজিস্ট্রেটের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।

হোলির রং ফিকে হতে চলেছে দিল্লিতে

দৈনিক করোনা সংক্রমণ দিল্লিতে ১১০১ হয়ে গিয়েছে। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১ জন। সিঁদুরে মেঘ দেখে আগে থেকেই সতর্ক প্রশাসন। হোলির উৎসবে সংক্রমণ মারাত্মক আকার নিতে পারে আশঙ্কা করেই উৎসবে নিষেধজ্ঞা জারি করা হয়েছে। হোলির কোনও উৎসব করা যাবে না বলে জানানো হয়েছে। এমনকী নবরাত্রিরও কোনও অনুষ্ঠান করা যাবে না বলে জানানো হয়েছে। সবে বরাত অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনও রকম জমােয়ত করা যাবে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

দেশে দৈনিক করোনা সংক্রমণ ইতিমধ্যেই ৪০,০০০ ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ৪৫ বছরের উর্ধে যাঁরা তাঁদের সকলকে করোনা টাকি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ১ এপ্রিল থেকেই গোটা দেশে কার্যকর হবে এই নিয়ম। হোলির উৎসবে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিতে পারে এই নিয়ে আশঙ্কায় রয়েছে কেন্দ্রও। কিন্তু হোলিতে একেবারে নিষেধাজ্ঞা জারি করে ব্যবসায় আঘাত আসবে আশঙ্কা করা হচ্ছে। সেকারণেই গোটা দেশে এখনও তেমন উদ্যোগ নেয়নি মোদী সরকার। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সব রাজ্যকে কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে।

English summary
Holi Celibration at Delhi in Public place ban after daily coronavirus infection cross 1100
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X