For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধান ক্ষেতে হোক বিউটি কনটেস্ট', বিজেপি মন্ত্রীর এই প্রস্তাবের নেপথ্যের ব্যাখ্যা কী জানেন

এবার থেকে ধানের ক্ষেতের মাঝে আয়োজন করা হোক 'বিউটি কনটেস্ট'। এমনই প্রস্তাব রেখেছেন বিজেপি শাসিত গোয়ার কৃষিমন্ত্রী বিজয় সারদেশাই।

  • |
Google Oneindia Bengali News

এবার থেকে ধানের ক্ষেতের মাঝে আয়োজন করা হোক 'বিউটি কনটেস্ট'। এমনই প্রস্তাব রেখেছেন বিজেপি শাসিত গোয়ার কৃষিমন্ত্রী বিজয় সারদেশাই। এরকম প্রস্তাবের নেপথ্যে মূল উদ্দেশ্য হল, যুব সমাজের মধ্যে যাতে চাষাবাদের প্রতি আগ্রহ বাড়ানো যায়।

ধান ক্ষেতে হোক বিউটি কনটেস্ট, বিজেপি মন্ত্রীর এই প্রস্তাবের নেপথ্যের ব্যাখ্যা কী জানেন

গোয়া বিধানসভায় কৃষি বিষয়ক অনুমোদন সংক্রান্ত এক আলোচনা চলছিল। সেই সময়ে বক্তব্য রাখেন গোয়ার কৃষিমন্ত্রী বিজয় সারদেশাই। তিনি বলেন, কৃষিকে আরও আকর্ষণীয় পেশা হিসাবে তুলে ধরতে উদ্যোগ নিতে হবে। এই বিষয়টির ওপর জোর দিয়ে তিনি বলেন, 'যদি আপনারা চান, তাহলে ধান ক্ষেতে আয়োজন করতে পারেন বিউটি কনটেস্ট। যাতে সেখানে যুবকরা আসেন। এটা করতে পারেন। যুব সমাজ যাতে ক্ষেতে আসে, তার জন্য যাবতীয় উদ্য়োগ নিতে হবে।'

[আরও পড়ুন: ফের ব্যাঙ্ক প্রতারণা! শহরের গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৩ দিনে সাফ লক্ষাধিক টাকা][আরও পড়ুন: ফের ব্যাঙ্ক প্রতারণা! শহরের গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৩ দিনে সাফ লক্ষাধিক টাকা]

এর আগে, 'কসমিক ফার্মিং' এর জন্য ক্ষেতে চাষিদের বেদিক মন্ত্র উচ্চারণের কথাও বলেন সারদেশাই। চাষাবাদ আরও বাড়াতে এই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়াও ঐতিহ্যবাহী বেশ কিছু নিয়মের মাধ্যমে চাষাবাদ বাড়ানোর পরামর্শ দেন গোয়ার কৃষিমন্ত্রী বিজয় সারদেশাই। উল্লেখ্য, গোয়ায় বহুদিন ধরেই কৃষির বেহাল দশা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এনিয়ে বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সোচ্চার হয়েছে একটি সমাজ সেবী সংগঠনও। তাদের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস।

[আরও পড়ুন:'এনআরসি একটা ন্যারো পলিটাসাইসড অ্যাজেন্ডা', আর কী বললেন বিশিষ্ট সাংবাদিক অরুণ চক্রবর্তী][আরও পড়ুন:'এনআরসি একটা ন্যারো পলিটাসাইসড অ্যাজেন্ডা', আর কী বললেন বিশিষ্ট সাংবাদিক অরুণ চক্রবর্তী]

English summary
Hold Beauty Contest in Fields to Get Youth to Farming
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X