For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরের বুকে আরও এক 'ওয়ানি'-ত্রাস! এম.ফিল 'ড্রপ আউট' কোন জঙ্গি ক্যাম্পের নয়া নেতা

  • |
Google Oneindia Bengali News

জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যু গোটা কাশ্মীরের সন্ত্রাস শিবিরের কাছে একটি বড় ঘটনা ছিল। নিরাপত্তাবাহিনীর তাবড় এনকাউন্টারে সেই জঙ্গি নিধনের অধ্যায় আজও ঝিলামের তীরে আলোচিত হয়। এবার কাশ্মীরে আরও এক ওয়ানি সন্ত্রাসের নতুন নাম হয়ে উঠছে।

 কে এই জুবের ওয়ানি?

কে এই জুবের ওয়ানি?

হিজবুলের কাশ্মীর প্রধান সাইফুল্লাহ তথা ডক্টর সইফুল্লাহ সদ্য এক এনকাউন্টারে নিহত । এর আগে তার জায়গায় হিজবুল এনেছিল রিয়াজ নাইকুকে। যাকে পুলিশ বহুদিন ধরে খুঁজে শেষে ২০২০ সালের মে মাসে নিকেশ করে পুলওয়ামায়। এরপর সইফুল্লাহও এনকাউন্টারে মারা যায় ২০২০ সালেই। আর হিজবুল প্রধানের কাশ্মীরের তখতে এবার নেতা হিসাবে বসানো হল জুবের ওয়ানিকে।

 এম ফিল ' ড্রপ আউট' এখন জঙ্গি

এম ফিল ' ড্রপ আউট' এখন জঙ্গি

উপত্যকার নতুন ত্রাস জুবের ২০১৮ সালে হিজবুলে যোগ দেয়। তার আগে দেরাদুন কলেজের এই ছাত্র দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ থেকে এমফিল পূর্ণ করার স্বপ্ন দেখত। তার আগে হিজবুল প্রধান সইফুল্লাহও শের এ কাশ্মীর মেডিক্যাল সায়েন্স ইনস্টিটিউটে চিকিৎসক হিসাবে ৩ মাস কাজ করেছে। চিকিৎসক সইফুল্লাহর মৃত্যুর পর এবার এমফিল মাঝপথে ছেড়ে আসা জুবের রাস্তা দেখাচ্ছে হিজবুলকে।

হিজবুলের ওয়ানি যুগ

হিজবুলের ওয়ানি যুগ

এর আগে ২০১৬ সালে কাশ্মীরের বুকে সন্ত্রাসে দাপিয়ে বেড়ানো হিজবুলের তৎকালীন কমান্ডার বুরহান ওয়ানিকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী। আর এই সাথে সাথেই এক ওয়ানি যুগের সন্ত্রাস ভূস্বর্গ থেকে কেটে যায়। এবার উচ্চ শিক্ষিত জুবেরের হাতে সন্ত্রাসের ছড়ি দিয়েছে হিজবুল। এরপর পরিস্থিতি কোনদিকে যায়, সেদিকে সকলের নজর।

 উপত্যকা জুড়ে উগ্রপন্থার বীজ ছড়াচ্ছে!

উপত্যকা জুড়ে উগ্রপন্থার বীজ ছড়াচ্ছে!

দেখা যাচ্ছে উগ্রপন্থার বীজ উপত্যকার উচ্চশিক্ষিত নাগরিকদের মধ্যে ছড়িয়ে দিতে সাফল্য পাচ্ছে পাকিস্তান আশ্রিত জঙ্গি শিবিরগুলি। যদিও অনেককেই মূল স্রোতে ফিরিয়ে আনতে সমর্থ হচ্ছে জম্মু পুলিশ, তবুও সন্ত্রাসের ফাঁদ সারা কাশ্মীর জুড়ে ছড়ানো হচ্ছে।

English summary
Hizbul names its cheif Zuber Wani in Jammu and kashmir who is a M.phill dropout
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X