
কাশ্মীরে হিন্দু খুনে অভিযুক্ত হিজবুল জঙ্গি ধৃত বেঙ্গালুরু থেকে
কাশ্মীর উপত্যকায় হিন্দুদের টার্গেট করে হত্যা চলছে৷ শেষ দু'মাসে জঙ্গিদের গুলির নিশানা হয়েছেন কাশ্মীরি পণ্ডিত ও সাধারণ হিন্দুরা৷ এবার কাশ্মীরে হিন্দু হত্যার অভিযোগ রয়েছে তালিব হুসেন নামে এরকম এক হিজবুল মুজাহিদিন সন্ত্রাসীকে বেঙ্গালুরুতে গ্রেফতার করেছে পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশ তালিককে গ্রেফতার করেছে। বেঙ্গালুরুতে সন্ত্রাসবাদীর গ্রেফতারের প্রতিক্রিয়ায় রাজ্যটির মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বলেছেন, 'এটি একটি চলমান প্রক্রিয়া। পুলিশ জনগণের গতিবিধির উপর নজর রাখবে। আমাদের পুলিশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এর আগে ভাটকলও গ্রেপ্তার হয়েছিল। এখনও জম্মু ও কাশ্মীর পুলিশ বেঙ্গালুরুতে এসে জঙ্গিদের গ্রেফতার করেছে। আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।'

কী বলছে কাশ্মীর পুলিশ?
কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর-জেনারেল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাহুল ভাটের হত্যাকাণ্ডে দুই সন্ত্রাসী জড়িত ছিল। তাদের একজনকে গ্রেফতার করা হয়েছে৷ আরও একজনকে রয়ে গিয়েছে এবং আমরা তার খোঁজে তদন্ত চালাচ্ছি। আমরীন ভাটের হত্যা মামলায় অভিযুক্ত দুই সন্ত্রাসীকে চিহ্নিত করা হয়েছে এবং দু'জনকেই গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিজয় কুমার হত্যাকাণ্ডে মামলায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে এবং শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। রাজস্থানের বাসিন্দা বিজয় কুমারকে ২, জুন কুলগামে গুলি করে হত্যা করে জঙ্গিরা৷ কুলগামে একটি সরকারি ব্যাঙ্কে কর্মরত ছিলেন বিজয়৷

সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের হাতক খুন হতে হয়েছে যে সব কাশ্মীরি হিন্দুদের!
প্রসঙ্গত, সন্ত্রাসীরা আরে, মোহন এর এলাকাই দেহাটি ব্যাঙ্কে কাজ করা বিজয়ের হঠাৎ-ই গুলি চালিয়েছিল৷ এরপর রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা কুমারকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি মারা যান। এর আগেই টিভি শিল্পী আমরিন ভাট মারা গিয়েছিলেন লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসীদের আক্রমণে৷ বুদগামের চাদুরা এলাকায় তার উপর গুলি চালিয়েছিল সন্ত্রাসীরা৷ এছাড়াও গত ১২ মে, কাশ্মীর উপত্যকায় খুন হন এক রাজস্ব বিভাগের কর্মচারী রাহুল ভাট। কাশ্মীরি পন্ডিত রাহুল বুদগাম জেলায় জঙ্গিদের হাতে নিহত হন। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় তার অফিসের বাইরে তাকে গুলি করা হয়।

কাশ্মীর ছাড়ছেন হিন্দুরা!
জঙ্গিদের হাতে রাহুল ভাট খুন হওয়ার পর থেকেই তারপর থেকেই কাশ্মীরের হিন্দুদের মধ্যে জম্মু ফেরার প্রবণত বেড়েছে৷ বড় অংশের হিন্দুরা কেন্দ্র সরকারকে অনুরোধ করেছে তাদের যাতে জম্মুতে স্থানান্তরিত করা হয়! গত বৃহস্পতিবার, পুনর্বাসন শিবিরের বাসিন্দারা গেট থেকে তাঁদের প্রতিবাদ তাঁবু সরিয়ে ফেলেছিলেন এবং অনেকেই স্বীকার করেছেন যে তাদের আন্দোলনে কোন অগ্রগতি না দেখতে পেয়েই তারা জম্মু ফিরতে চাইছেন!
শেখপোরা ক্যাম্পের এক হিন্দু বাসিন্দা অশ্বিনী পন্ডিতা সংবাদমাধ্যমকে বলেন, 'স্থানীয় কর্তৃপক্ষের জঙ্গিদের প্রতিরোধ করার চেষ্টা করছে। এমনকি তারা গেটও বন্ধ করার চেষ্টা করে, যাতে হিন্দুরা ভয় পেয়ে জম্মু না চলে যান তবে কিছু পরিবার ইতিমধ্যে জম্মু চলে গিয়েছে, স্থানীয় প্রশাসন তাদের আটকাতে পারেনি!
ভুলে ভরা দেশের ২০১১-এর জাতিশুমারি, তথ্য জনসমক্ষে আনা যাবে না বলে জানাল কেন্দ্র