For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০২ সালের 'হিট অ্যান্ড রান' মামলায় ফের বিপদে সলমন খান!

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ২০ জানুয়ারি : ২০০২ হিট অ্যান্ড রান মামলায় ফের বিপদে পড়তে চলেছেন বলিউড সুপারস্টার সলমন খান। গত বছর বম্বে হাইকোর্ট এই মামলায় বেকসুর খালাস করেছিল তাঁকে। সেই রায়ের বিরুদ্ধে আবেদন জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে মহারাষ্ট্র সরকার। [সলমনের নিজের মুখের এই ৭ স্বীকারোক্তি হতবাক করবে আপনাকে!]

জানা গিয়েছে, এক সপ্তাহের মধ্যেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আর্জি জানানো হবে। এই মামলায় স্পেশাল লিভ পিটিশন দাখিল করতে সরকারি আইনজীবীদের একটি দলকে রাজ্যের আইন দফতরের তরফে নির্দেশ গিয়েছে। [সলমন ছাড়াও আর কোন বলিউড তারকা মামলায় জড়িয়েছেন]

২০০২ সালের 'হিট অ্যান্ড রান' মামলায় ফের বিপদে সলমন খান!

সলমনকে বম্বে হাইকোর্ট বেকসুর খালাস করার পরই মহারাষ্ট্র সরকারের তরফে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানান, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে। সেইমতোই আবেদন করতে চলেছে সরকার। [জেনে নিন বলিউড তারকাদের গোপন বিস্ফোরক স্বীকারোক্তি]

ঘটনার সময় সলমনের সুরক্ষার জন্য থাকা কনস্টেবল রবীন্দ্র পাতিলের জবানবন্দিকে সরিয়ে রেখেই হাইকোর্ট সলমন খানকে সব অভিযোগ দিয়েছিল। অথচ এই রবীন্দ্র পাতিলের বক্তব্যকেই অন্যতম প্রমাণ হিসাবে দেখে গত বছরের মে মাসে মুম্বইয়ের নিম্ন আদালত পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। [সুপারহিট বলিউড সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন এই অভিনেতারা]

English summary
Hit-and-Run Case: Salman Khan in trouble, Maha govt to move SC within a week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X