For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যারা মন্ত্রী হওয়ার লোভে দল বদল করেন তাদের ইতিহাস মনে রাখে না বললেন নিতিন গড়করি

যারা মন্ত্রী হওয়ার লোভে দল বদল করেন তাদের ইতিহাস মনে রাখে না বললেন নিতিন গড়করি

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি পঞ্জাবে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন প্রাক্তন বিজেপি নেতা নভজ্যোত সিং সিধু। অন্যদিকে সদ্য তৃণমূলে পা রেখেছেন বিজেপির দু'বারে এমপি ও কেন্দ্রীয় প্রতিপ্রতি বাবুল সুপ্রিয়। এসবের মাঝেই নেতাদের দলবদল নিয়ে খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কেন্দ্রীয় মহসড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করি। এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত ১১ তম ভারতীয় ছাত্র সংসদে একটি অনলাইন সেমিনারে 'রাজনীতি সামাজিক-অর্থনৈতিক সংস্কারের একটি উপকরণ' বিষয়ে বক্তব্য রাখছিলেন গড়করি ।

ক্ষমতার রাজনীতি নয়!

ক্ষমতার রাজনীতি নয়!

ছাত্রছাত্রীদের সম্বোধন করে গড়করি বলেন, রাজনীতিকে 'সত্তাকরণ' (ক্ষমতার রাজনীতি) হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আদপে এটি রাজনীতির প্রকৃত অর্থ নয়। ক্ষমতার রাজনীতির অন্যতম একটি কার্যক্রম মাত্র। রাজনীতির প্রকৃত অর্থ হল 'রাষ্ট্রকরণ' (জাতি গঠনের রাজনীতি), 'সমাজকরণ' (সমাজ গঠনের রাজনীতি), 'বিকাশকরণ' (উন্নয়নের রাজনীতি), 'ধর্মকরণ' (আধ্যাত্মিক সাধনা), 'আর্থকরণ' (সর্বস্তরের অর্থনৈতিক সমৃদ্ধি) এবং 'লোকনিতিকে' ক্ষমতার-রাজনীতির উপর গুরুত্ব দেওয়া।

নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা পূরণ করা নয় বরং প্রান্তিক মানুষের সেবা করা,

নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা পূরণ করা নয় বরং প্রান্তিক মানুষের সেবা করা,

কেন্দ্রীয়মন্ত্রী আরও বলেন,দুর্ভাগ্যবশত ক্ষমতার রাজনীতিকে আসল রাজনীতি হিসেবে বিবেচনা করা হয়! রাজনীতির এই সংজ্ঞার পরিবর্তনে প্রয়োজন রয়েছে। এবং এটি আপনাদের (ছাত্ররা যারা রাজনীতিতে যোগ দিতে চায়) সাহায্যেই সম্ভব। আপনাদের মধ্যে থেকেই এমন কিছু যুবকযুবতী প্রয়োজন যাদের লক্ষ্য হবে নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা পূরণ করা নয় বরং প্রান্তিক মানুষের সেবা করা, দারিদ্র্য, বেকারত্ব, ক্ষুধা দূর করার জন্য কাজ করা এবং ভারতকে একটি সুপার অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলা।'

রাজনীতিতে চ্যালেঞ্জ আছে, বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়!

রাজনীতিতে চ্যালেঞ্জ আছে, বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়!

সবার একসঙ্গে লড়াইয়ের কথা বলে নিতিন আরও বলেন, আমি জানি এভাবে রাজনীতি করার ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে। কিন্তু সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠা যায়। আমরা আকাশ সেলাই করতে পারি না। জলের প্রতিটি বিন্দু দ্বারা সিন্ধু গঠিত হয় এবং যদি জলবিন্দুরা সমুদ্রে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে সমুদ্র কখনোই গঠিত হবে না। তাই প্রতিটি জলেরবিন্দু হল মহান সমু্দ্র গঠনের একক।

প্রচার নয় সমাজ গঠনের রাজনীতি!

প্রচার নয় সমাজ গঠনের রাজনীতি!

৬৪ বছর বয়সী এই সংসদ সদস্য ছাত্রদের রাজনীতিতে প্রচারের পেছনে না দৌড়ানোর দেওয়ার পরামর্শ দেন। গড়করি বলেন, আমি প্রতিটি শহরে (রাজনৈতিক নেতাদের) জন্মদিনে বড় বড় হোর্ডিং দেখছি। এত বিশাল হোর্ডিং লাগানোর কি দরকার? তারা কি করেছে? এত বড় হোর্ডিং লাগিয়ে, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে, কেউ নেতা হয়ে উঠতে পারে না।

মন্ত্রীত্বের লোভে দলবদলুদের ইতিহাস মনে রাখে না!

মন্ত্রীত্বের লোভে দলবদলুদের ইতিহাস মনে রাখে না!

এমআইটির অনলাইন সেমিনারের এই বক্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী গড়করি আরও বলেন, যেসব রাজনৈতিক নেতারা ক্ষমতা ও পদ বদল করেন তাদের দীর্ঘদিন মানুষ মনে রাখে না। ছত্রপতি শিবাজী মহারাজ, সন্ত তুকারাম, সন্ত জ্ঞানেশ্বর মহারাজ, শাহু মহারাজ, বীর সাভারকর, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধীর মতো আইকনদের আজও স্মরণ করা হয়৷ কিন্তু যারা (নেতা) এক দল থেকে অন্য দলে যান শুধু মুখ্যমন্ত্রী ও মন্ত্রী হওয়ার আশায় তাঁদের ইতিহাস ও মানুষ বেশিদিন মনে রাখে না৷

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Nitin Gadkari told the students not to do politics of propaganda, do politics of building society. History does not remember those who switched positions for greed," said Nitin Gadkari at a MIT seminar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X