For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটিশদের সাহায্যে তৈরি হয়েছিল, শক্তির দিক থেকে অন্য এক উচ্চতায় ভারতীয় বিমান বাহিনী

ভারতীয় বিমান বাহিনীর ইতিহাস ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য

Google Oneindia Bengali News

প্রতি বছরের মতো এবারেও ৮ অক্টোবর জাতীয় বিমান দিবস পালন করা হচ্ছে। চলতি বছর ভারতীয় বায়ুসেনা প্রতিষ্ঠার ৯০ তম বর্ষ। ১৯৩২ সালে রয়্যাল এয়ার ফোর্সের একটি সাহায্যকারী হিসেবে ভারতীয় এয়ার ফোর্স তৈরি হয়েছিল। তারপর থেকে একাধিক বিতর্কিত যুদ্ধে রয়্যাল এয়ার ফোর্সের সহায়ক হিসেবে ভারতীয় বিমান বাহিনী অংশগ্রহণ করেছিল। ভারতীয় বিমান বাহিনীর ঝুলিতে একাধিক সাফল্য রয়েছে।

ভারতীয় বিমান বাহিনী

ভারতীয় বিমান বাহিনী

ব্রিটিশ সাম্রাজ্যে ৮ অক্টোবর ১৯৩২ সালে ভারতীয় বিমানবাহিনী গঠিত হয়। মূলত রয়্যাল এয়ার ফোর্সকে সাহায্য করার জন্য এই বাহিনী গঠিত হয়েছিল। জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনী ব্রিটেনের হয়ে অংশগ্রহণ করে। ১৯৪৫ সালে রাজা ষষ্ঠ জর্জ আইএএফ-এর কৃতিত্বের জন্য 'রয়্যাল' উপাধি দেয়। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর ভারতীয় বিমান বাবিনী বা আইএএফ হিসেবে পরিচিত। ভারতীয় বিমান বাহিনী থেকে সেই সময় রয়্যাল উপাধি সরিয়ে দেওয়া হয়।

ভারতীয় বিমান বাহিনীর কৃতিত্ব

ভারতীয় বিমান বাহিনীর কৃতিত্ব

ভারতীয় বিমান বাহিনী কঙ্গো সঙ্কট (১৯৬০-৬৬), গোয়ার অধিগ্রহণ (১৯৬১), দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ (১৯৬৫), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ (১৯৭১), কার্গিল যুদ্ধ (১৯৯৯) বালাকোট বিমান হামলা (২০১৯) অংশগ্রহণ করেছিল।

ভারতীয় বিমান বাহিনী দিবসের তাৎপর্য

ভারতীয় বিমান বাহিনী দিবসের তাৎপর্য

ভারতীয় বিমান বাহিনী দিবস উদযাপনের তাৎপর্য হল ভারতীয় ফাইটার পাইলটদের শক্তি, সাহসিকতা ও বীরত্বকে সম্মান করা। এই যোদ্ধা পাইলটরা দেশকে রক্ষা করতে গিয়ে নিজেদের জীবনকে বাজি রাখে। পাশাপাশি দেশের বিমান বাহিনীর শক্তি প্রদর্শন করাও উদ্দেশ্য। এটি বিশ্বের অন্যান্য দেশের কাছে, বিশেষ করে তার প্রতিবেশীদের কাছে ভারতের সামরিক শক্তির একটি প্রদর্শন।

দিল্লির বাইরে ভারতীয় বিমান বাহিনী দিবস উদযাপন

দিল্লির বাইরে ভারতীয় বিমান বাহিনী দিবস উদযাপন

সাধারণত রাজধানী দিল্লিতে ভারতীয় বিমান বাহিনী দিবস উদযাপিত হয়। কিন্তু ইতিহাসে প্রথমবারে রাজধানীর বাইরে চণ্ডীগড়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চণ্ডীগড় এয়ার ফোর্স স্টেশনে সকালে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী, বিমান বাহিনী প্রধান, বিমান বাহিনীর কর্মীদের জন্য নতুন যুদ্ধের ইউনিফর্মও প্রদান করেন। চণ্ডীগড়ে ভারতীয় বিমান বাহিনীর ৮০টির বেশি বিমান একটি অবিশ্বাস্য ও অসাধারণ পারফরম্যান্স করে। অনুষ্ঠানে তেজস, সুখোই, মিগ-২৯, জাগুয়ার, রাফালে, আইএল-৭৬, সি-১৩০জে এবং হক অংশগ্রহণ করে বলে জানা গিয়েছে। ভারতীয় বিমান বাহিনী দিবসে হেলিকপ্টার ধ্রুব, চিনুক, অ্যাপাচি অংশগ্রহণ করে। শুধু তাই নয় এখানে এমআই-১৭ ও অংশগ্রহণ করে বলে জানা গিয়েছে। আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী শনিবারের অনুষ্ঠানে বলেন, আমাদের পূর্বপুরুষদের কঠোর অধ্যাবসা ও পরিশ্রমের জেরে উত্তরাধিকার সূত্রে আমরা শক্তিশালী বিমান বাহিনী পেয়েছি। এই বিমানবাহিনীকে আরও শক্তিশালী করা হল আমাদের লক্ষ্য।

English summary
Some history and significance of Indian Air Force that necessary to know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X