For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিবসেনার মুখ্যমন্ত্রীকেই সমর্থন এনসিপি-র! ফড়নবিশের দাবি নিয়ে জল্পনা

অভিন্ন ন্যূনতম কর্মসূচি চূড়ান্ত হওয়ার পরেই এনসিপি জানিয়ে দিল মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবে শিবসেনা থেকে। আর তারা শিবসেনার মুখ্যমন্ত্রীকেই সমর্থন করবে।

  • |
Google Oneindia Bengali News

অভিন্ন ন্যূনতম কর্মসূচি চূড়ান্ত হওয়ার পরেই এনসিপি জানিয়ে দিল মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবে শিবসেনা থেকে। আর তারা শিবসেনার মুখ্যমন্ত্রীকেই সমর্থন করবে। এমনটাই জানিয়েছেন এনসিপির মুম্বইয়ের সভাপতি নবাব মালিক। তবে কংগ্রেস সরকারে অংশ নেবে, নাকি বাইরে থেকে সমর্থন করবে, সেই ব্যাপারটি এখনও স্পষ্ট হয়নি।

'শিবসেনার মুখ্যমন্ত্রীকেই সমর্থন'

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে শিবসেনার প্রার্থীকেই সমর্থন করবে এনসিপি। এমনটাই জানিয়েছেন,এনসিপির মুম্বইয়ের সভাপতি নবাব মালিক।

কংগ্রেসের অবস্থান স্পষ্ট হবে রবিবার

কংগ্রেসের অবস্থান স্পষ্ট হবে রবিবার

তবে মহারাষ্ট্রে পরবর্তী সরকারে কংগ্রেসের অবস্থান কী হবে, তা এখনও স্পষ্ট নয় বলেই জানা গিয়েছে। কংগ্রেস সরকারকে বাইরে থেকে সমর্থন দেবে, নাকি মন্ত্রিসভায় থাকবে তা নিয়ে আলোচনা চূড়ান্ত হতে পারে রবিবার। ওইদিন এনসিপি প্রধান শারদ পাওয়ার দেখা করবেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীর সঙ্গে।

চূড়ান্ত বৈঠক হতে পারে উদ্ধবের সঙ্গে

চূড়ান্ত বৈঠক হতে পারে উদ্ধবের সঙ্গে

এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, অথচ নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানিয়েছেন, সনিয়া গান্ধী এবং শারদ পাওয়ার শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলতে পারেন। সনিয়া ও পাওয়ারের সঙ্গে বৈঠকের পরেই উদ্ধব ঠাকরে বৈঠকের সময় ঠিক হতে পারে বলে সূত্রের খবর।

 'বিজেপি ছাড়া কোনও সরকার নয়'

'বিজেপি ছাড়া কোনও সরকার নয়'

এদিকে নব নির্বাচিত দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, মহারাষ্ট্রে বিজেপিকে ছাড়া কোনও দলই সরকার গড়তে পারবে না।

ফল বেরনোর ১৯ দিন পরেই কোনও সরকার গঠন না হওয়ায় মঙ্গলবার মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।

অবৈধ শিবসেনা-কং-এনসিপি জোট, মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম কোর্টে হিন্দু মহাসভাঅবৈধ শিবসেনা-কং-এনসিপি জোট, মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম কোর্টে হিন্দু মহাসভা

English summary
According to the CMP Sena to get full term CM and Congress and NCP will get 1 deputy CM each. NCP leader Nawab Malik told, his party will back Shiv Sena CM.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X