For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোরক্ষকদের হাতেই আক্রান্ত হিন্দুত্ববাদী নেতা! চাঞ্চল্য বিজেপি শাসিত রাজ্যে

পুনের কাছে সাসোয়াদে আক্রান্ত হিন্দুত্ব নেতা মিলিন্দ একবোটে। মঙ্গলবার রাতে হওয়া ঘটনায় বুধবার ৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Google Oneindia Bengali News

পুনের কাছে সাসোয়াদে আক্রান্ত হিন্দুত্ব নেতা মিলিন্দ একবোটে। মঙ্গলবার রাতে হওয়া ঘটনায় বুধবার ৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। হামলাকারীরা সবাই গোরক্ষক বলে জানিয়েছে পুনে রুরাল পুলিশ। বিতর্কিত একবোটে ডানপন্থী সংগঠন 'সমস্ত হিন্দু আঘাদি'-র নেতৃত্বে রয়েছেন। ২০১৮-র ১ জানুয়ারি ভীমা কোরেগাঁও সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তাঁর নাম।

আক্রান্ত হিন্দুত্ববাদী নেতা

আক্রান্ত হিন্দুত্ববাদী নেতা

মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ শহর থেকে প্রায় ২৭ কিমি দূরে সাসওয়াদের কাছে পুরন্দর তালুকের জেন্দিওয়াদিতে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। একবোটে নিজেও পশ্চিম মহারাষ্ট অঞ্চলের গোরক্ষক সংগঠন ভারত খ্রুশি গোসেবা সংগঠন-এর সঙ্গে যুক্ত। সাসোয়াদ পুলিশ জানিয়েছে মঙ্গলবার তিনি জেন্দিওয়াদিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠানে রপর কাছের মন্দিরে গিয়েছিলেন প্রসাদ খেতে। সেই সময় একদল লোক তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। একবোটে ছাড়াও তাঁর তিন অনুগামীর অল্প আঘাত লাগে।

ফেসবুকে গোরক্ষকদের কাজের সমালোচনা

ফেসবুকে গোরক্ষকদের কাজের সমালোচনা

জানা গিয়েছে, ফেসবুক পোস্টে তিনি জেন্দিওয়াদির গোরক্ষক সংগঠনের নেতা পণ্ডিত মোদকের কাজের সমালোচনা করেছিলেন। তিনি দুর্নীতির সঙ্গে জড়িত বলেও মন্তব্য করেছিলেন একবোটে। হামলার জন্য এদিন সকালে মোদন ও তার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন একবোটে। পুলিশের তরফে মোদক ও অন্য ৪৭ জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়।

ভীমা কোরেগাঁও হামলায় অভিযুক্ত একবোটে

ভীমা কোরেগাঁও হামলায় অভিযুক্ত একবোটে

২০১৮-র ১ জানুয়ারি ভীমা কোরেগাঁও সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তাঁর নাম। কিন্তু আদালত তাঁকে রেহাই দেওয়ায় বিক্ষোভ দেখিয়েছিল বেশ কিছু সংগঠন। ২০০১ সালে এই হিন্দুত্ব নেতা পুলিশের নজরে চলে আসেন গোষ্ঠী সংঘর্ষে যুক্ত থাকার কারণে।

English summary
Hindutva leader Milind Ekbote assaulted near Puna by gau rakshaks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X