For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হিন্দুরা মনে করে সবার DNA অনন্য', RSS প্রধানকে খোঁচা দিয়ে বললেন রাহুল

'হিন্দুরা মনে করে সবার DNA অনন্য', RSS প্রধানকে খোঁচা দিয়ে বললেন রাহুল

  • |
Google Oneindia Bengali News

বিতর্কের আগুন ধিকি ধিকি জ্বলছিলই। এবার ফের সেই বিতর্ক উস্কে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শনিবার হিমাচল প্রদেশের একটি ধর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভগবত বলেছিলেন, '৪০ হাজার বছর ধরে ভারতীয়দের ডিএনএ একই'। এবার তারই পালটা দিলেন রাহুল৷ বললেন, হিন্দুরা বিশ্বাস করে প্রত্যেক মানুষের ডিএনএ অনন্য। কিন্তু এক হিন্দুত্ববাদীরা আবার মনে করে সমস্ত ভারতীয়ের ডিএনএ একই।

হিন্দুরা মনে করে সবার DNA অনন্য, RSS প্রধানকে খোঁচা দিয়ে বললেন রাহুল

শনিবার মোহন ভগবত বলেছিলেন, ' ৪০ হাজার বছর ধরে ভারতীয়দের ডিএনএ একই থেকে গিয়েছে৷ আমাদের প্রত্যেকের পূর্বপুরুষ একই। আমাদের পূর্বপুরুষদের জন্যই আমাদের সংস্কৃতি এগিয়েছে, আমরা উন্নত হয়েছি।' সংঘপ্রধানের এই মন্তব্য নিয়ে কম আলোচনা হয়নি দেশজুড়ে। এবার এর একেবারে বিরুদ্ধ অবস্থান নিতে দেখা গেল রাহুলকে। ওয়ানাডের সাংসদ ট্যুইট করলেন, ' হিন্দুরা বিশ্বাস করে প্রত্যেক মানুষের ডিএনএ আলাদা এবং অনন্য। হিন্দুত্ববাদীরা মনে করে প্রত্যেক ভারতীয়র ডিএনএ এক।' উত্তরপ্রদেশের আমেঠি তথা নিজের পুরোনো লোকসভা কেন্দ্রে দলীয় প্রচারের সময় রাহুল আরও বলেন, ' প্রকৃত হিন্দু শুধুমাত্র সত্যের পথ অবলম্বন করে। তারা কখনও নিজের ভয়কে ঘৃণা, রাগ কিংবা অত্যাচারে পরিণত করে না'।

যথারীতি রাহুলের এই মন্তব্যের পর শুরু হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার বলেন, 'রাহুল গান্ধী হিন্দু হওয়ার ভান করেন। কিন্তু দুর্ভাগ্যবশত প্রত্যেকবার ভুল করে ফেলেন৷ কংগ্রেস নিজের পথ হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে তাঁর একজন নতুন লেখক দরকার। উনি বলছেন উনি একজন হিন্দু, অথচ হিন্দুত্বে বিশ্বাস করেন না৷ এটা অনেকটা মানুষ হয়ে মনুষ্যত্বে বিশ্বাস না রাখার মতো। ১৯৮৪ সালের হিংসায় কতজনের মৃত্যু হয়েছিল, ভুলে গেছেন উনি? নাকি ১৯৪৭ সালে দেশভাগ ও তারপরের হত্যালীলার কথা ভুলেছেন রাহুল। কীভাবে কংগ্রেসের লোকরা সেই ঘটনাগুলি সমর্থন করেছিল, রাহুল বোধহয় সবটাই ভুলে গেছেন।'

English summary
Congress' Rahul Gandhi attacks RSS's Head Mohan Bhagwat on Indian DNA issue, Rahul Says Hindus think everyone's DNA is unique, but hinduwadi have separate thinking,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X