For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হিন্দুদের একতা চাই, নাহলে একা সিংহকে পেয়ে বন্য কুকুরও ছিঁড়ে ফেলবে', দাবি মোহন ভগবতের

হিন্দুরা কোনওদিন এক হয়নি। তাদের একতা ছিল না। ফলে হাজার বছর ধরে হিন্দুরা তা ফল ভোগ করছে। আরএসএস প্রধান মোহন ভগবতের কথায় সিংহ একা থাকলে বন্য কুকুররাও পশুরাজকে ছিঁড়ে ফেলতে পারে।

  • |
Google Oneindia Bengali News

হিন্দুরা কোনওদিন এক হয়নি। তাদের একতা ছিল না। ফলে হাজার বছর ধরে হিন্দুরা তা ফল ভোগ করছে। আরএসএস প্রধান মোহন ভগবতের কথায় সিংহ একা থাকলে বন্য কুকুররাও পশুরাজকে ছিঁড়ে ফেলতে পারে। শিকাগোয় বিশ্ব হিন্দু কংগ্রেসের অনুষ্ঠানে এই ভাষণ দিয়েই সাড়া ফেলে দিলেন আরএসএস প্রধান মোহন ভগবত।

হিন্দুদের এক হতে হবে, বিশ্ব হিন্দু কংগ্রেসে ভাষণ মোহন ভগবতের

তাঁর কথায়, হিন্দুরা কোনওদিন শাসন করার মানসিকতা দেখায়নি। একসঙ্গে জোট বেঁধে কাজ করলে তবেই সমাজে এগিয়ে যাওয়া হিন্দুদের পক্ষে সম্ভব হবে বলে ভগবত মনে করছেন।

বক্তৃতা করতে গিয়ে ভগবত বলেছেন, অতীতে আরএসএসের কর্মকর্তারা যখন কোনও বিখ্যাত হিন্দু ব্যক্তিত্বের কাছে গিয়ে একতার কথা বলতেন, তখন জবাব আসত, সিংহ কখনও দল বেঁধে ঘোরে না। তবে ঘটনা হল, সিংহ বা জঙ্গলের রাজা বাঘ একা থাকলে বন্য কুকুরের দ্বারা আক্রান্ত হতে পারে।

হিন্দু সমাজ কোনওদিনও কাউকে আঘাত করে না। তাই আমরা কীটদেরও না মেরে নিয়ন্ত্রণ করি। বাড়িতে কীটনাশক দিয়ে কীটদের তাড়িয়ে দিই, মারি না। হিন্দুরা কাউকে আঘাত না করলেও নিজেরা জোটবদ্ধ হয়নি। যার ফল ভোগ করতে হয়েছে।

বক্তৃতায় বারবারই মোহন ভগবত হিন্দু ঐক্যের কথা বলেছেন। হিন্দু সংস্থা, হিন্দুত্ববাদীদের এগিয়ে এসে নেতৃত্ব দেওয়ার কথা বলেছেন। এই অনুষ্ঠানে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ু, অভিনেতা অনুপম খের সহ বহু খ্যাতনামা ব্যক্তিত্ব।

English summary
Hindus have to unite for society, says RSS chief Mohan Bhagwat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X