For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারের নিয়ন্ত্রণমুক্ত হোক হিন্দু মন্দিরগুলি, কেন্দ্রকে আইন আনার আর্জি ভিএইচপির

সরকারের নিয়ন্ত্রণমুক্ত হোক হিন্দু মন্দিরগুলি, কেন্দ্রকে আইন আনার আর্জি ভিএইচপির

Google Oneindia Bengali News

দেশের সব হিন্দু মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে সরকারি নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য কেন্দ্রের কাছে আইন নিয়ে আসার আর্জি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এর সঙ্গে সঙ্গে ধর্মান্তর–বিরোধী আইন নিয়ে আসার জন্য কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে তারা।

সরকারের নিয়ন্ত্রণমুক্ত হোক হিন্দু মন্দিরগুলি, কেন্দ্রকে আইন আনার আর্জি ভিএইচপির


রবিবার ভিএইচপির আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার জানিয়েছেন যে হিন্দু মন্দিরগুলিকে হিন্দু সমাজের কাছে হস্তান্তর করে দেওয়ার জন্য রাজ্য সরকারগুলিকে আহ্বান জানিয়েছে এবং এ সংক্রান্ত আইন নিয়ে আসার জন্য কেন্দ্র সরকারকে আর্জি জানিয়েছে তারা। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনায় গণ ধর্মান্তকরণ করা নিয়েও তিনি বেশ উদ্বিগ্ন বলে জানিয়েছেন।

অলোক কুমার এ প্রসঙ্গে বলেন, '‌এই ধর্মান্তকরণগুলি প্রলোভন, প্রতারণা এবং ভয় দ্বারা প্ররোচিত হয়। ভিএইচপি তার সমস্ত শক্তি দিয়ে এই ধরনের ধর্মান্তরকে প্রতিহত করবে এবং ধর্মান্তরিত ভাই ও বোনদের হিন্দু ধর্মে ফিরিয়ে আনতে তার প্রচার জোরদার করবে।’‌ কুমার জানিয়েছেন যে উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্যের মতো তেলেঙ্গানাতেও সরকারের ধর্মান্তকরণ বিরোধী আইন নিয়ে আসা প্রয়োজন। কুমার বলেন, 'আমরা কেন্দ্র সরকারকে ধর্মান্তকরণের বিরুদ্ধে আইন প্রণয়ন করার কথা জানিয়েছি।’‌ তিনি আরও বলেন, '‌আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছি (ধর্মান্তরের বিরুদ্ধে একটি আইন নিয়ে আসতে) এবং এই প্রচেষ্টা শুরু করেছি এবং আমরা আমাদের প্রচেষ্টা আরও জোরদার করব।’‌ ভিএইচপি তাদের পক্ষ থেকে একটি আবেদন জমা করেছে এবং তারা আশা করছে যে কেন্দ্র তা স্বীকার করবে। অলোক কুমার এও জানিয়েছেন যে ভিএইপি এই উভয় বিষয় নিয়ে গণ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করবে। এর পাশাপাশি ভিএইচপি নেতা এও চান যে তেলেঙ্গানা সরকার গরুদের রক্ষা করতে আইন নিয়ে আসুক কারণ এই রাজ্যে গো হত্যার প্রচুর ঘটনা সামনে এসেছে।

প্যাটেল, গান্ধী-র সঙ্গে এক আসনে জিন্নাকে বসিয়ে বিতর্ক বাড়ালেন অখিলেশ প্যাটেল, গান্ধী-র সঙ্গে এক আসনে জিন্নাকে বসিয়ে বিতর্ক বাড়ালেন অখিলেশ

দেশজুড়ে '‌লাভ জিহাদ’‌–এর ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এই ইস্যু নিয়ে বিজেপি সরকারের সঙ্গে যথেষ্ট চিন্তিত বিশ্ব হিন্দু পরিষদ। বিজেপির দাবি, লাভ জিহাদের নাম করে একাধিক হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করা হচ্ছে, যা একেবারেই ঠিক নয়। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং কর্নাটকে লাভ জিহাদ রুখতে আইন নিয়ে আসা হয়েছে। হিন্দুত্ববাদী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে যে এক শ্রেণির মুসলমান যুবক হিন্দু নারীদের কাছে প্রেমের অভিনয় করে এবং ধর্ম পরিবর্তন করিয়ে বিয়ে করে। তাদের কথায়, লাভ বা প্রেমের মাধ্যমে '‌জিহাদ’‌ করা হচ্ছে এভাবে।

English summary
hindu temple should be freed from government control vhp urges center to bring law,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X