For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা রায় নিয়ে ফের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে পারে খোদ হিন্দু মহাসভা

অযোধ্যা রায় নিয়ে ফের আদালতের দ্বারস্থ হতে পারে খোদ হিন্দু মহাসভা

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যা নিয়ে রায়ে সুপ্রিম কোর্টে জানিয়েছে, বিতর্কিত জমি ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে রামমন্দির তৈরি করার জন্য। অন্যদিকে অযোধ্যাতেই মুসলিমদের জন্য পাঁচ একর জমি সরকারকে দিতে হবে মসজিদ তৈরি করার জন্য। যদিও এই রায়ে খুশি নয় অখিল ভারত হিন্দু মহাসভা। রাম মন্দির তৈরিতে সুপ্রিম কোর্টে আবেদনকারীদের মধ্যে অন্যতম ছিল এই সংগঠন। সুন্নি ওয়াকফ বোর্ডের হাতে পাঁচ একর জমি তুলে দেওয়ার রায়ের বিরোধিতা করেছে এই সংগঠন।

রিভিউ পিটিশন দাখিল করতে পারে হিন্দু মহাসভা

রিভিউ পিটিশন দাখিল করতে পারে হিন্দু মহাসভা

হিন্দু মহাসভা জানিয়েছে, তারা রায়ের কপি খতিয়ে দেখছে। এর বিরুদ্ধে তারা রিভিউ পিটিশন দাখিল করতে পারে বলেও জানিয়েছে। অখিল ভারত হিন্দু মহাসভার বর্তমান সভাপতি তথা আইনজীবী শিশির চতুর্বেদী বলেছেন, আদালতের এই ধরনের আদেশে তাদের তীব্র বিরোধিতার কথা জানিয়েছে। যদি প্রমাণিত হয় মন্দির সেখানে ছিল, তাহলে জমি কেন তাদের(সুন্নি ওয়াকফ বোর্ড) দেওয়া হবে, প্রশ্ন তুলেছে হিন্দু মহাসভা।

এলাহাবাদ হাইকোর্টের রায়েও বিরুদ্ধেও ছিল তাদের আবেদন

এলাহাবাদ হাইকোর্টের রায়েও বিরুদ্ধেও ছিল তাদের আবেদন

২০১০ সালে অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টে এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধেও আবেদন করেছিল তারা। ২০১১ সালে সেই আবেদন করেছিলেন তৎকালীন সভাপতি কমলেশ তিওয়ারি। ১৮ অক্টোবর লখনৌতে নিজের বাসভবনে তাঁকে হত্যা করা হয়েছে। হজরত মহম্মদের বিরুদ্ধে মন্তব্যের জন্যই তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

পাওয়ার অফ অ্যাটর্নি দাবি

পাওয়ার অফ অ্যাটর্নি দাবি

হিন্দু মহাসভার বর্তমান সভাপতি তথা আইনজীবী শিশির চতুর্বেদী জানিয়েছেন, একবছরের বেশি আগে তিওয়ারিকে হিন্দু মহাসভার পদ থেকে সরানো হয়েছিল। সেই জন্য তিনি কমলেশ তিওয়ারির পক্ষে এই মামলা নিয়ে পাওয়ার অফ অ্যাটর্নির জন্য আবেদন করেছিলেন বলে জানিয়েছেন।

অন্যদিকে কমলেশ তিওয়ারির স্ত্রী কিরণ মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অযোধ্যায় মসজিদ তৈরির জন্য পাঁচ একর জমি দেওয়ার সিদ্ধান্তে তাঁরা খুশি নন। তবে তাঁরা খুশি মন্দির তৈরির জন্য ট্রাস্টকে দায়িত্ব দেওয়ায়।

জমি দেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি

জমি দেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি

কিরণ তিওয়ারি জানিয়েছেন, যদি কেন্দ্রীয় সরকার জমি দেওয়ার পদ্ধতি শুরু করে, তাহলেতার বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন গড়ে তোলা হবে।

অযোধ্যা রায়ের পর সরযূ-তীরে কী দেখা যাচ্ছে! কার্তিক পূর্ণিমায় ঐতিহাসিক নগরীর পরিস্থিতি কেমনঅযোধ্যা রায়ের পর সরযূ-তীরে কী দেখা যাচ্ছে! কার্তিক পূর্ণিমায় ঐতিহাসিক নগরীর পরিস্থিতি কেমন

English summary
Hindu Mahasabha may file review petition on Ayodhya land for mosque. They said, they are studying the judgement.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X