For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্কুলে হিন্দি বাধ্যতামূলক বিতর্ক ঘিরে দেশজোড়া ক্ষোভে পিছপা কেন্দ্র! মোদী সরকার নিল নয়া পদক্ষেপ

সরকারে এসেই ভাষা-যুদ্ধের সম্মুখীন হয়েছিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। এরপর দেশের একের পর এক জায়গা থেকে আসতে থাকে প্রতিবাদের ঝড়।

Google Oneindia Bengali News

সরকারে এসেই ভাষা-যুদ্ধের সম্মুখীন হয়েছিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। এরপর দেশের একের পর এক জায়গা থেকে আসতে থাকে প্রতিবাদের ঝড়। তামিলনাড়ু থেকে শুরু করে গোটা দাক্ষিণাত্য জানিয়ে দেয় তাঁদের 'রক্তে হিন্দি নেই'। এরপর স্কুলের সিলেবাসে হিন্দি চাপানো নিয়ে প্রতিবাদ জানান বাংলার বুদ্ধিজীবীরাও। এরপর ব্যাকফুটে চলে যায় কেন্দ্র।

কেন্দ্রের নয়া সিদ্ধান্ত

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর সাফ বলেছিলেন, স্কুলে হিন্দি বাধ্যতামূলক করাটা কেবলমাত্র কস্তুরীরঙ্গন কমিটির খসড়া। এরপর সিদ্ধান্ত নেবে সরকার। আর সেই মতো, এদিন কেন্দ্রীয় সরকার সাফ জানিয়ে দিয়েছে হিন্দি কোনও মতেই স্কুলের সিলেবাসে বাধ্যতামূলক হবে না। এটি ঐচ্ছিক ভাষা হিসাবে বিবেচিত হবে।

বাংলার তরফে প্রতিবাদ

বাংলার তরফে প্রতিবাদ

এদিকে, হিন্দি চাপিয়ে দেওয়ার প্রতিবাদ জানিয়ে বাংলার বুদ্ধিজীবি পবিত্র সরকার জানিয়ে দেন, ক্লাস ওয়ান থেকে কোনও ভাষাকে বাধ্যতামূলক করে দেওয়াটা সঠিক কাজ নয়।

মারাঠিদের প্রতিবাদ

মারাঠিদের প্রতিবাদ

মারাঠি নেতা রাজ ঠাকরের দল এম এনএসও সাফ জানিয়ে দেয়, 'হিন্দি আমাদের মাতৃভাষা নয়, আমাদের ওপর চাপিয়ে দিওনা, উত্তেজনা তৈরি করো না। '

কন্নড়দের প্রতিবাদ

কন্নড়ভূম থেকে কংগ্রেসের সিদ্দারামাইয়া প্রতিবাদ জানিয়ে , সরকারে একহাত নেন। তিনি জানান, আঞ্চলিক উন্নয়ন ও পরিচিতি নিয়ে সরকার এবার নজর দিক।

কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া কী বলেছেন?

কেন্দ্রের তরফে বিদেশমন্ত্রী জয়শঙ্করের আশ্বাসবাণীর পর এবার আরও এক কেন্দ্রীয়মন্ত্রী সদানন্দ গৌড়া জানান গোটা বিষয়টি নিয়ে সরকারের সিদ্ধান্ত আসবার আগেই রাজনীতি করা হচ্ছে।

English summary
Hindi imposition Row, before centre takes move,Bengal to Tamilnadu protests
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X