For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিমাচল প্রদেশ ভোট ২০২২: নির্বাচন শুরুর আগেই কি জয়? মনোনয়ন প্রত্যাহার করলেন ৯২ জন প্রার্থী

হিমাচল প্রদেশ ভোট ২০২২: নির্বাচন শুরুর আগেই কি জয়? মনোনয়ন প্রত্যাহার করলেন ৯২ জন প্রার্থী

Google Oneindia Bengali News

শীতের আবহেও ভোটের উত্তাপ বাড়ছে হিমাচল প্রদেশে। প্রার্থী তালিকা ঘোষণা থেকে মনোনয়ন জমা সবই প্রায় শেষ। তার মাঝেই হঠাৎ করে ৯২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এখন ভোট হবে ৪১৩ জন প্রার্থীর মধ্যে। ২৫ অক্টোবর ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর ছিল স্কুটিনি। সেদিন প্রার্থীদের শেষবারের মত ভুল সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল। ২৯ অক্টোবরের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ দেওয়া হয়েছিল প্রার্থীদের। তারপরেই ৯২ জন প্রার্থী পদ প্রত্যাহার করে নেন।

৯২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার

৯২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার

পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে ভোট আর কয়েক দিনের মধ্যে। প্রার্থী ঘোষণা করে ফেলেছে সব রাজনৈতিক দল। বিজেপি এবারও জয়রাম ঠাকুরকে সামনে রেখেই ভোটে লড়ছে হিমাচল প্রদেশে। সব প্রার্থীরাই মনোনয়ন জমা দিয়ে ফেলেছেন। এরই মধ্য অঘটন ঘটিয়ে ৯২ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। মোট ৫৫১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তাতে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে হিমাচল প্রদেশে। এবার মোট ৪১৩ জন প্রার্থীর মধ্যে হবে প্রতিদ্বন্দ্বিতা।

সবচেয়ে বেশি মনোনয়ন প্রত্যাহার কোন কেন্দ্রে

সবচেয়ে বেশি মনোনয়ন প্রত্যাহার কোন কেন্দ্রে

যে ৯২ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন তার মধ্যে সর্বাধিক বিজেপির মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের এলাকার। যোগিন্দর নগর বিধানসভা কেন্দ্র থেকে মোট ১১ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া লাহুল-স্পিতি, দারাং,চুরা কেন্দ্র থেকে মোট ৩ জন করে প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তার জেরে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এখন বিজেপি-কংগ্রেস এবং আপ ত্রিমুখী লড়াই হতে চলেছে হিমাচল প্রদেশে।

প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কমল

প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কমল

৫৫১ থেকে এক ধাক্কায় প্রার্থী সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪১৩-তে। অনেকটাই কমেছে প্রার্থীদের সংখ্যা। শুধু মাত্র সিমলায় যেখানে ৫০ জন প্রার্থীর মধ্যে লড়াই হওয়ার কথা সেখানে ৮ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। সেক্ষেত্রে এবার ৪২ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে হিমাচল প্রদেশে। একই ভাবে মাণ্ডিতে যেখানে ৬৭ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা সেখানে ১১ জন প্রার্থী পদ প্রত্যাহার করে নেওয়ায় অনেকটাই কমে গিয়েছে প্রার্থী সংখ্যায়। একাধিক জায়গায় প্রার্থীর সংখ্যা কমে যাওয়ায় ভোট ব্যাঙ্ক দখলে অনেকটাই সুবিধা হবে বিজেপির মনে করছে রাজনৈতিক মহল।

ফের বিজেপির জয়ের পূর্বাভাস

ফের বিজেপির জয়ের পূর্বাভাস

ফের বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশে। এমনই সমীক্ষায় প্রকাশ করা হয়েছে। মূলত ত্রিমুখী লড়াই চলছে হিমাচল প্রদেশে। বিজেপি-কংগ্রেস পালা করে সরকার গঠন করেছে হিমাচল প্রদেশে। এবার সেটা হবে কিনা সেটাই এখন দেখার। তবে সমীক্ষা যা বলছে তাতে বিজেপি তৎপর হয়ে গিয়েছে। বিজেপির জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি হিমাচল প্রদেশে। তবে ভোট ব্যাঙ্কে ভাগ বসাবে আম আদমি পার্টি।

গুজরাত ভোট ২০২২: মুখ্যমন্ত্রী প্রার্থী নির্বাচনে কি পাঞ্জাবের কৌশলে হাঁটবেন কেজরিওয়াল?গুজরাত ভোট ২০২২: মুখ্যমন্ত্রী প্রার্থী নির্বাচনে কি পাঞ্জাবের কৌশলে হাঁটবেন কেজরিওয়াল?

English summary
92 Candidate withdraw their nomination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X