For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিমাচলে হোটেলরাজ! বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে খুন সরকারি আধিকারিক, সুয়োমোটো হস্তক্ষেপ সুপ্রিমকোর্টের

সরকারের আদেশ পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যেতে হল এক মহিলা সরকারি আধিকারিককে। এই ঘটনাটি ঘটেছে কৌশালীতে।

  • |
Google Oneindia Bengali News

হিমাচলের ছবির মতো সুন্দর শৈল শহর কৌশালীতে গত কয়েকবছরে ব্যাঙের ছাতার মতো হোটেল-লজ গজিয়ে উঠেছে। সেগুলির বেশিরভাগের নির্মাণই বেআইনি। পর্যটকদের জন্য আদৌও নিরাপদ নয়। সেজন্য সরকারি অর্ডার পাশ হয়েছিল, বেআইনি নির্মাণ ভেঙে ফেলার জন্য।

হিমাচলে হোটেলরাজ! বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে খুন সরকারি আধিকারিক, সুয়োমোটো হস্তক্ষেপ সুপ্রিমকোর্টের

[আরও পড়ুন: গ্রেফতার এই রাজ্যের এক অফিস অ্যাটেন্ড্যান্ট! তাঁর সম্পত্তির পরিমাণ জানলে ভিমড়ি খাবেন][আরও পড়ুন: গ্রেফতার এই রাজ্যের এক অফিস অ্যাটেন্ড্যান্ট! তাঁর সম্পত্তির পরিমাণ জানলে ভিমড়ি খাবেন]

সরকারের সেই আদেশ পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যেতে হল এক মহিলা সরকারি আধিকারিককে। এই ঘটনাটি ঘটেছে কৌশালীতে। সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তে নেমে মামলা গ্রহণ করেছে।

কৌশালীর অ্যাসিস্ট্যান্ট টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানার পদে কাজ করা শৈল বালা বাকী অফিসারদের সঙ্গে বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েছিলেন বুধবার। সিমলা থেকে ৬০ কিলোমিটার দূরে ১৩টি হোটেলের অবৈধ নির্মাণ ভাঙতে হতো। তাঁদের সঙ্গে ১৬০ দল পুলিশের দলও ছিল।

দলটি কৌশালীর নারায়ণী গেস্ট হাউসে পৌঁছলে তার মালিক বিজয় সিং হঠাৎ করে বন্দুক চালিয়ে তিনটি গুলি করে। একটি বুলেট এসে লাগে শৈল বালার বুকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তিনি মারা যান। একজন মজুর গুলাব সিংয়ের গায়ে গুলি লাগে। তিনি আহত হয়েছেন। এবং একটি গুলি আর এক অফিসার সঞ্জয়া নেগির শরীর ছুঁয়ে চলে যায়।

এই ঘটনার পরে অভিযুক্ত বিজয় সিং পলাতক। পুলিশ তাঁর খোঁজ দিলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। গত ১৭ এপ্রিল সুপ্রিমকোর্টের নির্দেশ মেনেই বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েছিল সরকারি দল। তাতেই বাধা দেওয়ায় দুই বিচারপতি মদন বি লোকুর ও দীপক গুপ্ত কড়াভাবে ভর্ৎসনা করেছেন পুলিশ প্রশাসনের।

[আরও পড়ুন:সাংবাদিক জ্যোতির্ময় দে খুনের মামলায় দোষী সাব্য়স্ত গ্যাং স্টার ছোটা রাজন ][আরও পড়ুন:সাংবাদিক জ্যোতির্ময় দে খুনের মামলায় দোষী সাব্য়স্ত গ্যাং স্টার ছোটা রাজন ]

English summary
Govt officer supervising demolition drive in Himachal Pradesh shot dead by hotel owner, Supreme Court steps in considering it a very serious matter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X