For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যমুনার নদীর জল বিক্রির সিদ্ধান্ত হিমাচল প্রদেশ সরকারের

যমুনার নদীর জল বিক্রির সিদ্ধান্ত হিমাচল প্রদেশ সরকারের

  • |
Google Oneindia Bengali News

বাড়তি রাজস্ব আদায়ের জন্য এবার যমুনা নদীর জল বিক্রির সিদ্ধান্ত নিল হিমাচল প্রদেশ সরকার। সূত্রের খবর সোমবার হিমাচল প্রদেশের মন্ত্রীসভা যমুনা নদীর জল বিক্রির জন্য একটি মউ স্বাক্ষরের অনুমোদন দিয়েছে।

যমুনার নদীর জল বিক্রির সিদ্ধান্ত হিমাচল প্রদেশ সরকারের


রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে বছরে ২১ কোটি টাকা বাড়তি রাজস্ব আয় করা সম্ভব হবে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সভাপতিত্বে এদিন একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান এক সরকারী মুখপাত্র। সূত্রের খবর, রাজ্য মন্ত্রীসভা তাজেওয়ালা করিডোরের রাজ্যের অংশ থেকে যমুনার জল বিক্রি করার জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করার জন্য সম্মতি জানিয়েছে। যদিও এই জল কাদের কাছে বিক্রি হবে এবং কাদের সাথে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে সে সম্পর্কে ওই সরকারী মুখপাত্র কোনও বিবরণ দেননি।

পাশাপাশি ওই বৈঠকে মন্ত্রীসভা জুনিয়র বেসিক ট্রেনিং বা জেবিটি, ক্লাসিকাল এবং ভার্নাকুলার (সি এন্ড ভি) এবং প্রশিক্ষণ প্রাপ্ত স্নাতক শিক্ষক বা টিজিটি বিভাগ থেকে শিক্ষক নিয়োগের মধ্যে প্রাথমিক স্তরে প্রায় ৩৬৩৬টি শূণ্যপদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই ক্ষেত্রে নিয়োগ ও পদোন্নতির বিধি অনুযায়ীই এই পদগুলিতে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে বলেও জানা গেছে।

প্রাথমিক ভাবে টিজিটি আর্টসের জন্য ৬৮৪ টি, টিজিটি নন-মেডিকেলের ৩৫৯টি, টিজিটি মেডিকেলের জন্য ২৬১টি শূন্য পদ পূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি ৫৯০ জন বিভিন্ন ভাষার শিক্ষক ও শুধুমাত্র জেবিটি বিভাগ থেকে ৬৯৩ জন শিক্ষক নিয়োগের কথা শোনা যাচ্ছে।

মাঝপথে বরযাত্রীদের দাঁড় করিয়ে বর যোগ দিলেন অনশন মঞ্চেমাঝপথে বরযাত্রীদের দাঁড় করিয়ে বর যোগ দিলেন অনশন মঞ্চে

English summary
himachal pradesh government decided to sell water of the jamuna river
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X