For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিমাচল প্রদেশ নির্বাচন ২০২২: স্বাধীন ভারতের প্রথম ভোটার এবারও ভোট দিলেন হিমাচলে! লিখলেন এক গৌরব গাঁথা

নির্দিষ্ট সূচির দশ দিন আগেই হিমাচলের নির্বাচনে ভোট দিলেন দেশের প্রথম ভোটার শ্যামশরণ নেগি। তবে এবার তিনি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। এবার ভোট দেওয়ার পরে তিনি যুবকদের গণতান্ত্রিক প্রক

  • |
Google Oneindia Bengali News

নির্দিষ্ট সূচির দশ দিন আগেই হিমাচলের নির্বাচনে ভোট দিলেন দেশের প্রথম ভোটার শ্যামশরণ নেগি। তবে এবার তিনি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। এবার ভোট দেওয়ার পরে তিনি যুবকদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন।

 স্বাধীন ভারতের প্রথম ভোটারের ভোটদান

স্বাধীন ভারতের প্রথম ভোটারের ভোটদান

স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামশরণ নেগির বয়স এই মুহূর্তে ১০৬। এদিন কল্পায় তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কিন্নর জেলার আধিকারিকরা। পোস্টাল ব্যালটে তিনি ভোট দেন। ভোটদানের পরে তিনি যুবকদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আরো বলেন, ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনে অংশগ্রহণ করা শুধু মাদের অধিকার নয়, আমাদের কর্তব্যও বটে।

সব নির্বাচনেরই ভোট দিয়েছেন

সব নির্বাচনেরই ভোট দিয়েছেন

পেশায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শ্যামশরণ নেগি এখনও পর্যন্ত সবকটি নির্বাচনে ভোট দিয়েছেন। ভোটের কোনও তারিখ তিনি মিস করেননি। তালিকায় পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা সবই রয়েছে। তিনি যেমন ব্যালট পেপারে স্ট্যাম্প লাগিয়ে ভোট দিয়েছেন, অন্যদিকে তিনি ইভিএম-ভিভিপ্যাট-এ নির্বাচনী প্রক্রিয়ার সাক্ষী থেকেছেন।

এবারও ইচ্ছা ছিল বুথে যাওয়ার

এবারও ইচ্ছা ছিল বুথে যাওয়ার

শ্যামশরণ নেগি এবারও বুথে গিয়ে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু তাঁর স্বাস্থ্য ভাল না হোয়ার কারণে পরিবারের সদস্যরা বাড়িতেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন। এব্যাপারে জেলাপ্রশাসনের তরফেও সাহায্য মেলে। কিন্নরের জেলাশাসক আবিদ হুসেন সাদিক এদিন নেগিকে টুপি এবং শাল দিয়ে সম্মানিত করেন।

নেগি প্রথম ভোট দেন ১৯৫১ সালে

নেগি প্রথম ভোট দেন ১৯৫১ সালে

স্বাধীন ভারতে প্রথম নির্বাচনের সাল ১৯৫২। তবে তা শুরু হয়েছিল অনেক আগে থেকে। দেশের প্রথম ভোটার নেগি ১৯৫১-র ২৫ অক্টোবর ভোট দিয়েছিলেন কিন্নরে। ১৯৫১ সালে নেগি পোলিং টিমের সদস্য ছিলেন। এদিন নিজের প্রথম ভোটদান সম্পর্কে তিনি বলেছেন, শোনথং ভোটকেন্দ্রে প্রথম ভোট দিয়েছিলেন তিনি। সেই সময় তাঁর পোলিং পার্টিকে ভোট পরিচালনা করতে ১০ দিন সময় ব্যয় করতে হয়েছিল।

আদেশ পেলেই পুনরুদ্ধার পাক অধিকৃত কাশ্মীর! অপেক্ষায় চিনার কর্পস কমান্ডারআদেশ পেলেই পুনরুদ্ধার পাক অধিকৃত কাশ্মীর! অপেক্ষায় চিনার কর্পস কমান্ডার

English summary
Indias first voter Shyam Saran Negi cast his vote through postal ballot in Himachal Pradesh Elections 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X