For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাশ সঙ্কল্প, দেশের এই রাজ্যে গরু পেতে চলেছে 'রাষ্ট্র মাতা'-র সম্মান

সঙ্কল্প পাশ হয়ে গেল হিমাচলপ্রদেশে। এবার থেকে সেরাজ্যে গরুকে ডাকা হবে রাষ্ট্র মাতা হিসাবে।

  • |
Google Oneindia Bengali News

সঙ্কল্প পাশ হয়ে গেল হিমাচলপ্রদেশে। এবার থেকে সেরাজ্যে গরুকে ডাকা হবে রাষ্ট্র মাতা হিসাবে। কংগ্রেস বিধায়ক অনিরুদ্ধ সিংয়ের প্রস্তাবিত বিধানসভায় পাশ হওয়া সঙ্কল্প এবার কেন্দ্রের দরবারে পাঠানো হবে।

পাশ সঙ্কল্প, দেশের এই রাজ্যে গরু পেতে চলেছে রাষ্ট্র মাতা-র সম্মান

বলা হয়েছে, গরুকে কোনও জাত-পাত, ধর্ম বর্ণে বাঁধা যায় না। মানব জাতির জন্য দারুণভাবে কাজ করে গরু। দুধ দেওয়া বন্ধ করে দিলে অনেকে গরুর সঙ্গে খারাপ ব্যবহার করেন। খেতে দেন না, রাস্তায় ছেড়ে দেন। এমন ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। এমনটাই দাবি করেছেন কংগ্রেস বিধায়ক অনিরুদ্ধ সিং।

তাঁর আরও দাবি, রাজ্যে আইন করে গো-মাতার নামে অত্যাচার ও গণপিটুনি বন্ধ করা হোক। এই দাবি মানা না হলেও বিজেপি শাসিত হিমাচলপ্রদেশে প্রথম প্রস্তাব যে গৃহীত হবে তা বলাই বাহুল্য। পাশের রাজ্য উত্তরাখণ্ড দেশের মধ্যে প্রথম রাজ্য যেখানে প্রথম দাবি ওঠে গরুকে দেশমাতা হিসাবে ঘোষণা করার।

গত জুনে রাজস্থান হাইকোর্টের বিচারপতি পর্যন্ত গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি তোলেন। পরে হায়দরাবাদের হাইকোর্টের বিচারপতি গরুকে মা বা ভগবানের বিকল্প রূপে ঘোষণা করেন। রাজ্যে গরু নিয়ে নানা বিতর্কিত ঘটনা ঘটতে থাকায় হিমাচল প্রদেশ সরকার এমন সিদ্ধান্ত নিল বলেই মনে করা হচ্ছে।

English summary
Himachal Pradesh assembly passes resolution to declare Cow as 'Rashtra Mata'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X