For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শক্তিপীঠ কাংড়ায় কংগ্রেসকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ মোদীর! হিমাচলে পরিষেবায় বিজেপির সঙ্গে তুলনা প্রধানমন্ত্রীর

হিমাচল প্রদেশের কাংড়ায় দলের সভা থেকে কংগ্রেসকে বিশ্বাসঘাতক বলে নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি কংগ্রেসের নামের সঙ্গে অস্থিতিশীল, দুর্নীতি, কেলেঙ্কারিও যুক্ত করেছেন। তিনি দাবি করেছেন কংগ্রেস হিমাচল প্রদেশে স্থ

  • |
Google Oneindia Bengali News

হিমাচল প্রদেশের কাংড়ায় দলের সভা থেকে কংগ্রেসকে বিশ্বাসঘাতক বলে নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি কংগ্রেসের নামের সঙ্গে অস্থিতিশীল, দুর্নীতি, কেলেঙ্কারিও যুক্ত করেছেন। তিনি দাবি করেছেন কংগ্রেস হিমাচল প্রদেশে স্থিতিশীল সরকার দিতে পারে না, তারা সেটা চায়ও না।

কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতি আর গ্যারান্টি

সুজানপুরের জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেসের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। যে এলাকায় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল একটা সময়, তা একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। মিথ্যা প্রতিশ্রুতি আর মিথ্যা গ্যারান্টির ইতিহাস কংগ্রেসের সঙ্গে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বাসঘাতক, প্রতারক

প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেন, বহু বছর ধরে কংগ্রেসের শাসনকালে কংগ্রেস বিশ্বাসঘাতকতা আর প্রতারণা করেছিল। এর সব থেকে বেশি ভুক্তভোগী হিমাচল প্রদেশে মানুষ। তিনি দাবি করেন, সেখানে বিজেপি হিমাচল প্রদেশের প্রতিটি ঘরে ঘরে মৌলিক সুবিধা পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি হিমাচল প্রদেশে বিজেপি সরকারের পরিষেবার সঙ্গে আগেকার কংগ্রেস সরকারের পরিষেবার তুলনা টানেন।

কংগ্রেস মানেই অস্থিতিশীলতা

প্রধানমন্ত্রী এদিন কংগ্রেসের নামের সঙ্গে অস্থিতিশীলতা, দুর্নীতি এবং কেলেঙ্কারি জুড়ে দেন। তিনি বলেন, কংগ্রেস কখনই হিমাচল প্রদেশে স্থিতিশীল সরকার দিতে পারে না। তারা তা দিতেও চায় না। তিনি কটাক্ষ করে বলেন, কংগ্রেসের দখলে দুটি রাজ্য রাজস্থান ও ছত্তিশগড় রয়েছে, সেখান থেকে উন্নয়নের কোনও খবর আসে না।

শক্তিপীঠে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মোদী সভায় বলেন, কাংড়া হল শক্তিপীঠের ভূমি। যার পিছনে রয়েছে ভারতের আধ্যাত্মিকতা এবং বিশ্বাস। এই ভূমিতে বাবা ভোলের অসীম কৃপা সবসময় তাদের সবার সঙ্গে রয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

পাকা বাড়ি, ব্যাঙ্ক অ্যাকাউন্টস শৌচাগার মোদীর সময়েই

সভায় উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন ২০১৪ সালের আগে দরিদ্ররা কাঁচা বাড়িতে থাকচ, মলত্যাগ করত। তাঁদের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী মোগী ৩.২২ কোটি মানুষের জন্য পাকা বাড়ি তৈরি করেছেন, প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, শৌচাগার তৈরি করে গিয়েছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিয়েছেন।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রাক্তন সমরকর্মীরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিমাচল প্রদেশের সুজানপুরে স্বাগত জানান প্রাক্তন সমরকর্মীরা।

সপ্তাহ শেষে বাংলার আবহাওয়া বড় পরিবর্তন! একনজরে জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসসপ্তাহ শেষে বাংলার আবহাওয়া বড় পরিবর্তন! একনজরে জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

English summary
Himachal Election 2022: PM Modi targets Congress from BJP's Kangra meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X