For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Himachal Election 2022: বিজেপি-কংগ্রেসের মধ্যে তীব্র লড়াই! কত আসন আর ভোটের শতাংশই বা কত হতে পারে

হিমাচল প্রদেশের নির্বাচনে সমীক্ষায় এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি। তবে কংগ্রেস তীব্র লড়াই দিতে পারবে বলেও পূর্বাভাস দিচ্ছে এবিপি-সি ভোটারের সমীক্ষা। ক্ষমতাসীন এবং বিরোধী দলের মধ্যে তফাত খুবই সামান্য বলেই জানান দিচ

  • |
Google Oneindia Bengali News

হিমাচল প্রদেশের নির্বাচনে সমীক্ষায় এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি। তবে কংগ্রেস তীব্র লড়াই দিতে পারবে বলেও পূর্বাভাস দিচ্ছে এবিপি-সি ভোটারের সমীক্ষা। ক্ষমতাসীন এবং বিরোধী দলের মধ্যে তফাত খুবই সামান্য বলেই জানান দিচ্ছে সমীক্ষা।

কে কত শতাংশ ভোট পেতে পারে

কে কত শতাংশ ভোট পেতে পারে

২০১৭ সালের বিধানসভা ভোটে কংগ্রেস, বিজেপি এবং অন্যরা পেয়েছিল যথাক্রমে ৪১.৭ শতাংশ , ৪৮.৮ শতাংশ এবং ৯.৫ শতাংশ ভোট। আর এবিপি-সি ভোটারের সর্বশেষ সমীক্ষায় উঠে এসেছে, এবারের নির্বাচনে কংগ্রেস পেতে পারে ৪৪.২ শতাংশ ভোট। সেখানে কংগ্রেসের ভোট বাড়তে পারে ২.৫ শতাংশের মতো। বিজেপি পেতে পারে ৪৪.৮ শতাংশ ভোট। তাদের ভোট কমতে পারে ৩.৯ শতাংশের মতো। আপ পেতে পারে ৩.৩ শতাংশ। অন্যরা পেতে পারে ৭.৭ শতাংশ। এক্ষেত্রে অন্যদের ভোট কমতে পারে প্রায় ১.৮ শতাংশ।

কে কত আসন পেতে পারে

কে কত আসন পেতে পারে

হিমাচল প্রদেশ বিধানসভায় আসন সংখ্যা ৬৮। ম্যাজিক ফিগার হল ৩৫। এবিপি-সি ভোটারের সর্বশেষ সমীক্ষা বলছে এবারের ফলাফল ত্রিশঙ্কু হয়ে যেতে পারে। কেননা বিজেপির আসন ৩১ থেকে ৩৯-র মধ্যে থাকতে পারে। অন্যদিকে কংগ্রেসের হতে পারে ২৯ থেকে ৩৭-এর মধ্যে।

৩ অক্টোবরের সমীক্ষা

৩ অক্টোবরের সমীক্ষা

এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন গত ৩ অক্টোবরের এবিপি-সি ভোটারের সমীক্ষায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ক্ষেত্রে বিজেপি অনেকটাই এগিয়ে ছিল। সেখানে বলা হয়েছিল বিজেপি ৩৭-৪৫ টি আসন পেতে পারে। অন্যদিকে কংগ্রেস ২১-২৯ টি আসন পেতে পারে।

১৪ অক্টোবরের সমীক্ষা

১৪ অক্টোবরের সমীক্ষা

হিমাচল প্রদেশের দ্বিতীয় জনমত সমীক্ষায় দেখা গিয়েছিল, কংগ্রেস ২০-২৮ টি আসন পেতে পারে। অন্যদিকে বিজেপি ৩৮-৪৬ টি আসন পেতে পারে। যা প্রথম সমীক্ষার একেবারে কাছাকাছি ছিল।
সমীক্ষায় আরও উঠে এসেছে শেষ মুহূর্তে সমীক্ষায় কংগ্রেস উঠে আসছে কারণ, প্রিয়ঙ্কা গান্ধীর প্রচার তাদেরকে সাহায্য করছে। ১২ নভেম্বর হিমাচল প্রদেশে ভোটদানের পরে গণনার জন্য ৮ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Himachal Election 2022: হিমাচলে বিজেপি কি আদৌ ক্ষমতা থাকতে পারবে, নাকি ফের কংগ্রেস? সর্বশেষ সমীক্ষার ফল একনজরেHimachal Election 2022: হিমাচলে বিজেপি কি আদৌ ক্ষমতা থাকতে পারবে, নাকি ফের কংগ্রেস? সর্বশেষ সমীক্ষার ফল একনজরে

English summary
ABP- C Voter survey says close fight between BJP-Congress in seats and vote percentage in Himachal Election 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X