For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিমাচলে পিপিই কেলেঙ্কারিতে বিজেপির শীর্ষ নেতার ইস্তফা! আগেই গ্রেফতার স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিক

হিমাচলে পিপিই কিট কেলেঙ্কারির জের পৌঁছে গেল বিজেপির অন্দরমহলে। এদিন পদত্যাগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি ড. রাজীব বিন্দল। এই খবর প্রকাশিত হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে।

  • |
Google Oneindia Bengali News

হিমাচলে পিপিই কিট কেলেঙ্কারির জের পৌঁছে গেল বিজেপির অন্দরমহলে। এদিন পদত্যাগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি ড. রাজীব বিন্দল। এই খবর প্রকাশিত হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে। এর আগে এই ঘটনায় একটি অডিও ভাইরাল হয়। যার জেরে স্বাস্থ্য দফতরের এক শীর্ষ আধিকারিককে গ্রেফতারের পর বিজেপি নেতাদেরও জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

করোনা আক্রান্তের নিরিখে চিন্তা বাড়াচ্ছে কলকাতা! জেলাগুলির পরিসংখ্যানেও উদ্বেগকরোনা আক্রান্তের নিরিখে চিন্তা বাড়াচ্ছে কলকাতা! জেলাগুলির পরিসংখ্যানেও উদ্বেগ

হিমাচলের কিট কেলেঙ্কারির খবর পিএমও-তেও

হিমাচলের কিট কেলেঙ্কারির খবর পিএমও-তেও

হিমাচলের পিপিই কিট কেলেঙ্কারির খবর পৌঁছে গিয়েছিল পিএমও-তেও। প্রথমে ভিজিলেন্স তদন্ত শুরু করলেও, প্রকাশিত খবর অনুযায়ী পরে পিএমও থেকে এক অফিসারকে পাথানো হয়েছিল পৃথকভাবে তদন্তের জন্য।

বিজেপির রাজ্য সভাপতির পদত্যাগ

বিজেপির রাজ্য সভাপতির পদত্যাগ

এদিকে এদিন হিমাচল বিজেপির সভাপতি বিন্দাল পদত্যাগ পত্র পাঠিয়ে দেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে। এদিনে বিন্দল ইস্তফা দেওয়ার পরেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। তাঁর পদত্যাগ গ্রহণ করা হবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

নৈতিক মূল্যবোধের কারণে পদত্যাগ

নৈতিক মূল্যবোধের কারণে পদত্যাগ

হিমাচল বিজেপির রাজ্যসভাপতি জানিয়েছেন নৈতিক মূল্যবোধের কথা মাথায় রেখে তিনি পদত্যাগ করেছেন। প্রকাশিত খবর অনুযায়ী তিনি বলেছেন, এব্যাপারে যে অডিও প্রকাশিত হয়েছে, তাতে স্বাস্থ্য দফতরের সঙ্গে বিজেপিকে যুক্ত করে দেওয়ার চেষ্টা করেছেন কেউ কেউ।

উদ্বিগ্ন নয় রাজ্য বিজেপি

উদ্বিগ্ন নয় রাজ্য বিজেপি

রাজ্য বিজেপি অবশ্য এঘটনায় উদ্বিগ্ন নয়। তারা বলেছে বিষয়টি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার ভিজিল্যান্স তদন্ত শুরু করে। পাশাপাশি গ্রেফতার করা হয় স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিককে। ফলে বিজেপিকে এই ঘটনার সঙ্গে যুক্ত করা চূড়ান্ত অন্যায় বলেই মনে করছে তারা।

English summary
Himachal BJP President resigns from his post due to PPE Kit Scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X