For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের কয়েকটি জায়গায় আরও বেশি গরম পড়তে পারে এবছর!

এবছরের গরমকালে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর সমেত বহু জায়গায় স্বাভাবিকের থেকে বাড়তে পারে তাপমাত্রা। লু -এর তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১ মার্চ : সামনেই গরমকাল। ভাবছেন গরমের সময় কোনও পাহাড়ি জায়গা থেকে বেড়িয়ে আসবেন কয়েকটা দিন ? তাহলে জানিয়ে রাখা ভালো, যে এবছর আরও বেশি গরম পড়তে চলেছে দেশের কয়েকটি পাহাড়ি এলাকাতে। এমন তথ্যই সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ করেছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর।

মার্চ থেকে মে মাস পর্যন্ত এই বছরে দেশের বিভিন্ন প্রান্তে উষ্ণতার পারদ চড়ার আশঙ্কার পাশপাশি বেশ কয়েকটি রাজ্যে লু বয়ে যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। লু -এর তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গে। এছাড়াও নয়াদিল্লি, হরিয়াণা, রাজস্থান, হিমাচলপ্রদেশ, বিহার, অন্ধ্র , ওড়িশা প্রভৃতি রাজ্যের ওপর দিয়েও চরম তীব্রতায় লু বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

দেশের কয়েকটি জায়গায় আরও বেশি গরম পড়তে পারে এবছর !

এছাড়াও এবছরের গরমকালে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর সমেত বহু জায়গায় স্বাভাবিকের থেকে বাড়তে পারে তাপমাত্রা। ফলে এই জায়গা গুলিতে পর্যটকদের ভিড় কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে গরমের মরশুমে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের রিপোর্টের তাপমাত্রা বেড়ে যাওয়ার তথ্য সামনে আসায় এই পাহাড়ি উপত্যাকাগুলির পর্যটন ব্যবসা মুখ থুবড়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

পাহাড়ি জায়গা ছাড়াও ভারতের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে স্বাভাবিকের থেকে আরও বেসি চড়তে পারে তাপমাত্রার পারদ। এই এলাকাগুলিতে ১ ডিগ্রি হিসাবে বাড়তে পারে তাপমাত্রা, কেন্দ্রীয় আবহাওয়া দফতরের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।

English summary
In a recent report, the India Meteorological Department predicts that temperatures will above normal in most regions of the country. However, hill stations and other popular destinations frequented by tourists are expected to be particularly hot.Among these tourism destinations are Himachal Pradesh, Uttarakhand and Jammu & Kashmir among others.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X