For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বাঁধ নির্মাণে বিশ্বব্যাঙ্ক ঋণ না দিলেও, সাহায্যে এগিয়ে আসে গুজরাতের মন্দিরগুলি'

শিলান্যাসের ৫৬ বছর পর গুজরাতের সর্দার সরোবর বাঁধ-এর উদ্বোধন হল আজ। গুজরাতের দাভোইতে এই বাঁধ আজ উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

শিলান্যাসের ৫৬ বছর পর গুজরাতের সর্দার সরোবর বাঁধের উদ্বোধন হল আজ। গুজরাতের দাভোইতে এই বাঁধ আজ উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর ৬৭ তম জন্মদিবসে এই বাঁধ উদ্বোধন উপলক্ষে নর্মদা মহোৎসবের মঞ্চে আজ ভাষণ দিতে গিয়ে বেশ কিছু বিষয় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মঞ্চ থেকে নর্মদা পুজা সংগঠিত হয়। পূজাপাঠে অংশ নেন স্বয়ং প্রধানমন্ত্রী। একনজরে দেখে নেওয়া যাক ভাষণে কী কী বললেন প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন:প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা প্রেরকদের তালিকায় মমতা, ঋতব্রত][আরও পড়ুন:প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা প্রেরকদের তালিকায় মমতা, ঋতব্রত]

'বাঁধ নির্মানে বিশ্বব্যাঙ্ক ঋণ না দিলেও, সাহায্যে এগিয়ে আসে গুজরাতের মন্দিরগুলি'

  • ২০২২ সালে 'নিউ ইন্ডিয়া' গড়তে সর্বোচভাবে প্রচেষ্টার ডাক দেন প্রধানমন্ত্রী। ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি পালিত হতে চলেছএ সাড়ম্বরে।
  • "সর্দার সরোবর বাঁধ বহু জটিলতা তথা বাধার মুখোমুখি হয়েছিল। তবে আমরা এই কাজ শেষ করতে বদ্ধ পরিকর ছিলাম", বলেন মোদী।
  • "আজ বিশেষভাবে ২ জনের কথা মনে পড়ছে, সর্দার প্যটেল ও ড: আম্বেদকর, যাঁরা মন্ত্রী হিসাবে সেচ ও জল প্রকল্প নিয়ে কাজ করেছেন।"
  • জলের অভাব উন্নয়নের পথে একটি বড় বাধা বলে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।
  • গোটা সর্দার সরোবর প্রকল্পটি দেশবাসীকে উৎগর্স করলেন বলে জানিয়েছেন মোদী।
  • "আমারা মনে আছে মুখ্যমন্ত্রী হিসাবে আমি সীমান্ত এলাকায় গিয়েছিলাম। দেখেছি সেখানে কীভাবে জলের অভাবে ছিলেন বিএসএফ জওয়ানরা। আমরা জওয়ানদের জন্য় নর্মদার জল এনে দিতে পেরেছি ", বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী।
  • বিশ্বব্যাঙ্ক যখন সর্দার সরোবর বাঁধের জন্য় টাকা দিতে রাজি হয়নি, তখন গুজরাতের মন্দিরগুলি অর্থের যোগানে এগিয়ে এসেছিল বলে এদিন তৈাঁর ভাষণে জানান মোদী।
  • বাঁধোর কাজ বন্ধের জন্য অনেক রকমের ষড়যন্ত্র হয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে গোটা প্রকল্পটি তাঁদের কাছে কোনও রাজনৈতিক বিষয় ছিল না বলে জানান গুজরাতের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মোদী।
  • সর্দার সরোবর বাঁধ শুধু গুজরাতের কৃষকদেরই নয়, বরং মহারাষ্ট্র , মধ্যপ্রদেশের কৃষকদেরও সাহায্য করবে।
  • ভারতের পশ্চিম দিক পর্যাপ্ত জল সরবরাহ থেকে বঞ্চিত রয়েছে, এদিকে, পূর্বদিকে ঘাটতি রয়েছে ইলেকট্রিক ও গ্যাস সাপ্লাইয়ের। দুটি বিষয়ের ওপরেই কাজ করছে কেন্দ্রীয় সরকার বলে জানান মোদী।
  • দেশের একাত্মবোধের মাধ্যমেই সর্দার প্যটেলকে সম্মান জানানো যাবে বে এদিন জানান মোদী।
English summary
Soon after inaugurating India's biggest dam - the Sardar Sarovar Dam in Gujarat, Prime Minister Narendra Modi addressed a public rally in Dabhoi. He spoke about the concerted efforts which went into the dam's construction, the obstacles encountered and the scope of development the project promised. Here are the highlights of his speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X