৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ! প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের উল্লেখযোগ্য অংশ
৭৪ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদীর ভাষণ। একটানা লালকেল্লা থেকে দেওয়া সপ্তম ভাষণ। যার বেশিরভাগ অংশ জুড়েই ছিল আত্মনির্ভর ভারতের কথা। পাশাপাশি কৃষকদের কথাও উঠে এসেছে। তবে অবশ্যই উল্লেখযোগ্য হল ভ্যাকসিন নিয়ে কথা।
ভারতে করোনার ৩ ভ্যাকসিন ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে! সবুজ সঙ্কেত পেলেই সাধারণকে,স্বাধীনতা দিবসে মোদী

আত্মনির্ভর হওয়ার সওয়াল প্রধানমন্ত্রীর
এদিন লালকেল্লা থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন ৩০ কোটি ভারতবাসীর মন্ত্রই এখন হল আত্মনির্ভরতার। তিনি বলেন, ১৩০ কোটি ভারতবাসী আত্মনির্ভর ভারত গড়ার শপথ করেছেন।
এদিন প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত এখন স্বাবলম্বী। যা দেশ এবং বিশ্বের পক্ষে জরুরি ছিল। তিনি বলেন আমরা যদি স্বাবলম্বী থাকি তবে বিশ্বের যত্ন নিতে সক্ষম হব। তিনি বলেন, ভারত এখন কৃষিতে আত্মনির্ভরতা অর্জনে সক্ষম হয়েছি।

ভ্যাকসিন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা মোদীর
সারা দেশ তথা বিশ্বের করোনা পরিস্থিতিতে লালকেল্লায় ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে গুরুত্বপূর্ণ ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। এদিন তিনি বলেন, ভারতে তিনটি আলাদা আলাদা ভ্যাকসিন তৈরির কাজ আলাদা পর্যায়ে রয়েছে। বিজ্ঞানীদের থেকে সবুজ সঙ্কেত পেলেই তা গোটা ভারতে ছড়িয়ে দেওয়া হবে।

জাতীয় স্বাস্থ্য মিশনের ঘোষণা
প্রত্যেক ভারতীয়ের পরিচিতির জন্য যেমন আধার কার্ড রয়েছে, ঠিক তেমনই প্রত্যেকের স্বাস্থ্য পরিচিতির জন্য আলাদা করে হেলথ আইডি দেওয়া হবে। এদিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী এর ঘোষণা করেছেন।
প্রত্যেক ভারতীয়ের স্বাস্থ্য সম্পর্কিত রিপোর্টের ডিজিটাইজেশন করা হবে এই প্রকল্পে। কোনও চিকিৎসক কোন ধাপে নির্দিষ্ট ব্যক্তিকে দেখেছেন, কোন কোনও চিকিৎসা তিনি পেয়েছেন, সেই তথ্যও থাকবে সেখানে।

কৃষকদের জন্য কৃষি পরিকাঠামো ফান্ড
প্রধানমন্ত্রী এদিন উল্লেখ করেন কৃষকদের কৃষি কাজে পরিকাঠামো উন্নয়নের জন্য একলক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে।

ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকটার পাইপলাইন প্রজেক্ট
প্রধানমন্ত্রী এদিন লালকেল্লা থেকে দেওয়া ভাষণে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকটার পাইপলাইন প্রজেক্টের কথা উল্লেখ করেন। এই প্রকল্পে ১.১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের কথাও জানিয়েছেন তিনি।

আঘাতের চেষ্টা করলে বারবার জবাব দিয়েছে ভারত
প্রধানমন্ত্রী এদিন বলেন প্রতিবেশী কেউ যদি আঘাতের চেষ্টা করেছে, তার জবাব দিয়েছেন ভারত। এব্যাপারে তিনি নাম না করে প্রসঙ্গ টেনে দুই প্রতিবেশীকে হুঁষিয়ারি দেন।

এনসিসির সম্প্রসারণ
প্রধানমন্ত্রী এদিন দেশের ১৭৩ টি সীমান্ত এবং উপকূলবর্তী জেলায় এনসিসির সম্প্রসারণের কথা জানিয়ছেন।