For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আতঙ্কের রেকর্ড দেশে, করোনা সংক্রমণের নতুন কেসে জর্জরিত ভারত! গত ২৪ ঘণ্টায় মৃত ১৩৭

Google Oneindia Bengali News

গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হওয়ার কেস সামনে এল। এদিন সকালে কেন্দ্রের দৈনিক বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত দেশে নতুন করে ৬,৬৫৪ জন, এর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,২৫,১০১ জন।

একদিনে মৃত্যু ১৩৭ জনের

একদিনে মৃত্যু ১৩৭ জনের

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আরও জানায় এখনও পর্যন্ত দেশে কোভিড ১৯ এ মৃতের সংখ্যা ৩,৭২০ জন। তারমধ্যে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১৩৭ জন। মোট ৫১,৭৮৪ জনকে সুস্থ করে তোলা গিয়েছে। গত চারদিনে ২৫,০০০টি করোনার ঘটনা পাওয়া গিয়েছে বলে তথ্যে উল্লেখ।

পশ্চিমবঙ্গে ৩ হাজার ৩৩২ জন করোনা আক্রান্ত

পশ্চিমবঙ্গে ৩ হাজার ৩৩২ জন করোনা আক্রান্ত

এদিকে রাজ্যে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ হাজার ৩৩২ জন৷ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২৬৫ জন৷ দেশে আক্রান্তের পরিসংখ্যানে এখনও শীর্ষে মহারাষ্ট্র৷ সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৫২৮৷ এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১ হাজার ৫০০ জন৷ এরপরই তালিকায় রয়েছে তামিলনাড়ু, যেখানে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ১৭৫৩ জন৷ গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ২৭৩৷

আম্ফান আবহে করোনা সচেতনতা লোপ রাজ্যে

আম্ফান আবহে করোনা সচেতনতা লোপ রাজ্যে

রাজ্যে আম্ফানের পর করোনা নিয়ে সচেতনতা লোপ পেয়েছে। করোনা-কালে যে কলকাতাবাসী গত দুই মাস সচেতন ভাবে মাস্ক-গ্লাভস-স্যানিটাইজারে নিজেদের সুরক্ষিত রাখছিল, তাঁরাই এখন আম্ফানের জেরে করোনা নিয়ে অসেচতন। পাড়ার রাস্তা সাফাই বা জল তোলার লাইন বা বিক্ষোভের ভিড়, এর জেরে রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে বারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিকিমে খুলছে স্কুল

সিকিমে খুলছে স্কুল

এদিকে ১৫ জুন থেকে সিকিমের সমস্ত স্কুলে পঠনপাঠন শুরু হচ্ছে৷ ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত ক্লাস শুরু হবে। উল্লেখ্য বর্তমানে সিক্কিমে কোনও করোনা সংক্রমণের কেস নেই। সেখান প্রথম থেকেই কড়া লকডাউন বিধি মানার ফলে ভালো রয়েছে সেই রাজ্য।

<strong>লকডাউনের জন্য দেশে করোনার বলি হওয়া থেকে বেঁচেছে ৭৮ হাজার ! কোভিড ১৯ সংক্রমণ রুখতে সমর্থ কেন্দ্র</strong>লকডাউনের জন্য দেশে করোনার বলি হওয়া থেকে বেঁচেছে ৭৮ হাজার ! কোভিড ১৯ সংক্রমণ রুখতে সমর্থ কেন্দ্র

English summary
highest surge of coornavirus cases in india as toll crosses 1 lakh 25 thousands, 137 deaths in one day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X