For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৫ বছরে সবচেয়ে খারাপ বর্ষা, সারা দেশে বলি শতাধিক

গত ২৫ বছরে এমন খারাপ বর্ষা কখনও দেখেনি দেশবাসী। গোটা দেশে প্রাণ গিয়েছে ১৪৮ জনের। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এবার বর্ষাক কোপ ছিল ভয়ঙ্কর।

Google Oneindia Bengali News

গত ২৫ বছরে এমন খারাপ বর্ষা কখনও দেখেনি দেশবাসী। গোটা দেশে প্রাণ গিয়েছে ১৪৮ জনের বেশি মানুষের। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এবার বর্ষার কোপ ছিল ভয়ঙ্কর।

গত ২৫ বছরে রেকর্ড বর্ষণ

গত ২৫ বছরে রেকর্ড বর্ষণ

১৯৯৪ সালে শেষবার এরকম বৃষ্টি দেখেছিল দেশ। তারপরে বর্ষা এলেও এই ভয়ঙ্কর চেহারা দেখেনি। এবছর যে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে গোটা দেশে। বৃষ্টিতে এবার গত ৬১ বছরের রেকর্ড ভেঙেছে মুম্বই। বর্ষার শুরু থেকেই বৃষ্টি চলছে গোটা দেশে। দেরিতে বর্ষা এলেও বৃষ্টির কমতি কিন্তু হয়নি। বরং রেকর্ড বৃষ্টি হয়েছে গোটা দেশে। সাধারণত সেপ্টেম্বরে বর্ষা শেষ হয়ে যায় উত্তর ভারতে। কিন্তু এবার উল্টো গতি দেখা গিয়েছে গোটা দেশে। শুধু মাত্র মুম্বইযে এবার বৃষ্টি হয়েছে ৩,৬৬৯.৬ মিলিমিটার। স্বাভাবিকের চেয়ে যা কয়েকগুণ বেশি। যাওয়ার পথে ভাসিয়ে দিয়েছে বিহার, উত্তর প্রদেশ। প্রবল বর্ষণে বিপর্যস্ত বিহারের অধিকাংশ জেলা। গঙ্গার জল িবপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে।

বৃষ্টিতে মৃত্যু বেড়েছে

বৃষ্টিতে মৃত্যু বেড়েছে

বর্ষায় রেকর্ড মৃত্য হয়েছে এবার। দক্ষিণের রাজ্যে কেরল থেকে শুরু করে মহারাষ্ট্র, এদিকে উত্তর ভারতের বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গেও মৃতের সংখ্যা বেড়েছে। অন্যান্যবার এর থেকে কম মৃত্যুর ঘটবা ঘটে। এবার উত্তর ভারতেও মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। শুধু মাত্র মহারাষ্ট্রেই শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবার বর্ষায়।

শহরাঞ্চলেও পড়েছে বৃষ্টির প্রভাব

শহরাঞ্চলেও পড়েছে বৃষ্টির প্রভাব

শহরাঞ্চলেও বৃষ্টির প্রকোপ বেড়েছে। শহরাঞ্চলের বৃষ্টিতে মৃত্যুর সংখ্যাও গত কয়েকবারের চেয়ে অনেক গুণ বেড়েছ। গত ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন রাজ্যের রাজধানী গুলিতে রেকর্ড বৃষ্টি হয়েছে। দিল্লি, পাটনায় প্রায় ৩৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

পাটনার পরিস্থিতি দেখিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গোটা দেশেই এখন শুরু হয়েছে উৎসব। এই পরিস্থিতিতে বর্ষার এই প্রকোপ আনন্দ মাটি করবে তাতে কোনও সন্দেহ নেই। তবে আবহাওয়ার এই ভোল বদলে সিঁদুরে মেঘ দেখছেন পরিবেশবিদরা।

<strong>[ বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা-‌কোশী নদী, ১৬টি জেলা বিপর্যস্ত]</strong>[ বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা-‌কোশী নদী, ১৬টি জেলা বিপর্যস্ত]

English summary
Highest rainfall this Monsoon since 1994 says IMD
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X