For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের সবচেয়ে উঁচু কেন্দ্রে ভোটদানের হার প্রায় ১৪৩ শতাংশ! অথচ সব ভোটই বৈধ বলে জানাল কমিশন

বিশ্বের সব থেকে উঁচু ভোট কেন্দ্রে ভোট পড়ল প্রায় ১৪২.৮৫ শতাংশ। সব ভোটই বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Google Oneindia Bengali News

বিশ্বের সব থেকে উঁচু ভোট কেন্দ্রে ভোট পড়ল প্রায় ১৪২.৮৫ শতাংশ। সব ভোটই বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিশ্বের সব থেকে উঁচু ভোটকেন্দ্রটি রয়েছে হিমাচলপ্রদেশের তাশিগ্যাং-এ। এটি অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫,২৫৬ ফুট উঁচুতে। ভারত-তিব্বত সীমান্তে স্পিতি উপত্যকায় এর অবস্থান। ২২ নম্বর জাতীয় সড়ক সিমলার সঙ্গে এই গ্রামকে যুক্ত করেছে।

বিশ্বের সব থেকে উঁচু ভোটগ্রহণ কেন্দ্র

বিশ্বের সব থেকে উঁচু ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা ৪৯। কিন্তু সেখানে সব মিলিয়ে ভোট দিয়েছেন ৭০ জন। জানিয়েছেন কাজা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট জীবন নেগি।

৩৪ জন বাড়তি ভোটার

জানা গিয়েছে, এই বুথ এবং আপপাশের বুথের কর্মীরা বিশ্বের সর্বোচ্চ বুথে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন নির্বাচন কমিশনের কাছে। তাঁদেক সবার আবেদন মঞ্জুর করা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫,২৫৬ ফুট উঁচুতে থাকা সেই বুথে তাঁরা ভোটও দেন নিজেদের ইলেকশন ডিউটি সার্টিফিকেট দেখিয়ে।

তাশিগ্যাং গ্রামে রেজিস্টার্ড ভোটারের সংখ্যা ৪৯ জন। এৎ মধ্যে ৩৬ জন ভোট দিয়েছেন। যাঁদের মধ্যে ২১ জন পুরুষ এবং ১৫ জন মহিলা। শতাংশের নিরিখে গ্রামবাসীদের ভোটদানের হার ৭৪ শতাংশ।

ইভিএম-ভিভিপ্যাট যায় হেলিকপ্টারে

সোমবার তাশিগ্যাং থেকে বিএসএফ-এর হেলিকপ্টারে ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে যাওয়া হয় লাহুল এবং স্ফিতি জেলার সদরে।

English summary
Highest Polling Station In Tashigang village of Himachal Pradesh recorded 142.85 percent voter turn out
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X