বিকেলে বৃষ্টি বিপর্যস্ত মুম্বইয়ে আরও বড় বিপর্যয় নেমে আসতে পারে, সতর্কতা মুম্বই পুলিশের
২০০৫ সালের পরে এত বেশি বৃষ্টিপাত আর হয়নি মুম্বইয়ে। গত ৪৮ ঘণ্টার বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত মুম্বই মহানগরী। মুম্বইয়ের বিপর্যয় মোকাবিলা দফতর ও বৃহন্মুম্বই পুরসভা উচ্চ সতর্কতা জারি করেছে।

প্রশাসন ও পুরসভার তরফে জানানো হয়েছে যে এদিন বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ উপকূল এলাকায় প্রবল জলোচ্ছ্বাস আসতে পারে। বৃষ্টির মধ্যেই সমুদ্র উথলে উঠলে বিপদ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
এর আগে ২০০৫ সালে ঠিক এরকমই বর্ষণের সাক্ষী হয়েছিল মুম্বই মহানগরী। মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আবহাওয়া দফতরের সতর্কবাণী জানতে পেরেই প্রশাসনকে গোটা পরিস্থিতির উপরে নজর রাখতে নির্দেশ দিয়েছেন।
মধ্যপ্রদেশের উপরে নিম্নচাপ তৈরি হওয়ায় তার প্রভাব মুম্বইয়ের উপরে পড়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।
দুদিন ধরে টানা বৃষ্টিতে হিন্দমাতা, দাদর, লোয়ার প্যারেল, খার, আন্ধেরি, যোগেশ্বরী প্রভৃতি জায়গা পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে। রাস্তা ঘাটে যান চলাচল যেমন বিপর্যস্ত, তেমনই রেল যোগাযোগও প্রায় বিপর্যস্ত হয়ে গিয়েছে।