For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবৈধ বাংলো ভাঙার নির্দেশ হাইকোর্টের, প্রবল অস্বস্তিতে কেন্দ্রীয়মন্ত্রী নারায়ণ রানে

অস্বস্তি বাড়ল কেন্দ্রীয়মন্ত্রী নারায়ণ রানের। আগামী দু'সপ্তাহের মধ্যে কেন্দ্রীয়মন্ত্রীর মুম্বইয়ের বাংলো ভেঙে দেওয়ার নির্দেশ মুম্বই হাইকোর্টের। অবৈধ ভাবে নির্মাণের জন্য বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)-কে এই নির্দ

  • |
Google Oneindia Bengali News

Mumbai News: অস্বস্তি বাড়ল কেন্দ্রীয়মন্ত্রী নারায়ণ রানের। আগামী দু'সপ্তাহের মধ্যে কেন্দ্রীয়মন্ত্রীর মুম্বইয়ের বাংলো ভেঙে দেওয়ার নির্দেশ মুম্বই হাইকোর্টের। অবৈধ ভাবে নির্মাণের জন্য বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)-কে এই নির্দেশ দিয়েছে আদালত।

পর্যবেক্ষণে হাইকোর্ট বলে, নির্মাণে 'ফ্লোর স্পেস ইনডেক্স' (এসএসআই) এবং 'কোস্টাল রেগুলেশন জোন' (সিআরজেড) নিয়ম লঙ্ঘন করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি আর. ডি. ধানুকা এবং বিচারপতি কমল খাটার একটি ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই দীর্ঘ শুনানি শেষে এহেন নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্ট চেয়েছে আদালত-

রিপোর্ট চেয়েছে আদালত-

যদিও কেন্দ্রীয় মন্ত্রীর সংস্থা আদালতের কাছে একটি আবেদন করেছে। যেখানে বিষয়টি আইন মেনে করার আবেদন করা হয়। যদিও আদালত বিএমসিকে দুই সপ্তাহের মধ্যে অনুমতি নেই এমন অংশ ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, আদালতের নির্দেশ কার্যকর করা হয়েছে কিনা এই বিষয়ে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে মুম্বই হাইকোর্ট। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে আদালত ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার নির্দেশ দিয়েছে। মহারাষ্ট্র রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে এই অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই টাকা দেওয়ার কথা বলা হয়েছে। তবে আগামী ছয় সপ্তাহের জন্য নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়ার জন্যে আবেদন জানান কেন্দ্রীয় মন্ত্রীর রানের আইনজীবী। যাতে তিনি সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন। যদিও হাইকোর্ট এহেন দাবি খারিজ করে দিয়েছে। একই সঙ্গে দ্রুত নির্দেশ কার্যকর করার কথা বলেছে।

রানের পরিবারের মালিকানাধীন কোম্পানির আবেদন খারিজ

রানের পরিবারের মালিকানাধীন কোম্পানির আবেদন খারিজ

মুম্বই হাইকোর্ট রানের পরিবারের মালিকানাধীন কোম্পানি কালকা রিয়েল এস্টেটের দায়ের করা একটি পিটিশন খারিজ করে দিয়েছে। বলে রাখা প্রয়োজন, মুম্বইয়ের জুহুতে কেন্দ্রীয় মন্ত্রীর বাংলোর অবৈধ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ বিএমসির। আর তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। এমনকি কেন্দ্রীয় মন্ত্রীর ওই অবৈধ নির্মান ভেঙে ফেলতে হবে বলে আগেই নির্দেশে জানায় বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। বিষয়টি আরও একবার ভেবে দেখার জন্য আবেদন করা হয়। কিন্তু বারবার তা খারিজ করে দেওয়া হয়। রানের পরিবারের মালিকানাধীন কোম্পানির তরফে আবেদন করা হলেও তা খারিজ হয়ে যায়।

বড় নেতা ছিলেন রানে।

বড় নেতা ছিলেন রানে।

একদা শিবসেনার বড় নেতা ছিলেন রানে। যদিও পরবর্তীকালে বিজেপিতে যোগ দেন। কার্যত মুম্বইতে শিবসেনাকে চাপে ফেলতে রানেকে কেন্দ্রীয় মন্ত্রী পদে নিয়ে আসেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু রানের জুহুতে মন্ত্রীর বাংলো নিয়ে বারবার আপত্তি তুলেছিল তৎকালীন উদ্ধব ঠাকরে সরকার। এমনকি অভিযোগও দায়ের হয়েছিল। যদিও সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন, প্রতিহিংসা করতেই এহেন পদক্ষেপ।

English summary
High court order to demolish government bunglow for being unauthorized construction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X