For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি কি গ্রিন সিগন্যাল পাবে বঙ্গে! হাইকোর্টে রথযাত্রার ভাগ্য নির্ধারণ বৃহস্পতিবার

বিজেপির রথ কি ছুটবে বাংলায়! ভাগ্য নির্ধারণ বৃহস্পতিবার

  • |
Google Oneindia Bengali News

বিজেপির রথযাত্রা মামলায় তাৎপর্যপূর্ণ বার্তা দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবারই রথযাত্রা মামলার রায় দান করা হবে। এই মামলায় বুধবার শুনানি শেষে বিচারপতি বলেন, বৃহস্পতিবারই এই মামলার রায় দেওয়া হবে। রায়দানের আগে রাজ্যকে ১০ মিনিট, বিজেপিকে ১৫ মিনিট সময় দেওয়া হবে বক্তব্যের জন্য। তারপরই রায় ঘোষণা করবেন। একইসঙ্গে রথযাত্রা নিয়ে জনস্বার্থ মামলায় ভর্ৎসনা করেছে হাইকোর্ট।

বিজেপি কি গ্রিন সিগন্যাল পাবে বঙ্গে! হাইকোর্টে রথযাত্রার ভাগ্য নির্ধারণ বৃহস্পতিবার

হাইকোর্টের নির্দেশে রাজ্য প্রশসানের সঙ্গে বিজেপির রথযাত্রা নিয়ে দফা দফায় বৈঠক হয়েছে। কিন্তু সেই বৈঠক শেষেও অনুমতি অধরা রয়ে গিয়েছে বিজেপির। এই অবস্থায় ফের হাইকোর্টের শরণাপন্ন হয় বিজেপি। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যকে বৈঠকের ভিডিও জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তা পর্যবক্ষেণের পরই বৃহস্পতিবার রায় দেওয়ার ইঙ্গিত দেন বিচারপতি।

মঙ্গলবার শুনানিতে হাইকোর্টের বিচারপতি জানান, বিজেপি প্রতিনিধিদের সঙ্গে হওয়া বৈঠকের ভিডিও পেশ করতে হবে রাজ্যকে। আদালত খতিয়ে দেখতে চায় বিজেপির রথযাত্রা নিয়ে বৈঠক কোন পথে এগিয়েছে, সেখানে দুই পক্ষের অবস্থান কী ছিল। সেইমতো বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। সেইমতো বুধবার ফের এই মামলা শোনার পর বিচারপতি রায় ঘোষণার বার্তা দেন।

একইসঙ্গে এদিন বিজেপিকে রথযাত্রার জন্য নতুন নির্ধারিত দিনগুলি জানাতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টে বিজেপির তরফে মাত্র তিনদিনের রথযাত্রার অনুমতি চাওয়া হয়। এদিন জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চে এই সংক্রান্তমামলা চলছে, তার কী রায় হয়, তা জানার পরই এই জনস্বার্থ মামলার শুনানি হতে পারে। এটা মামলার উপযুক্ত সময় নয়। সেইমতো ওই মামলাটি তালিকাভুক্ত করা হয়নি বৃহস্পতিবারের জন্য।

English summary
High Court indicates the verdict of BJP’s Rath Yatra on Thursday. BJP filed suit against state government’s decision,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X