For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আশিস মিশ্রের জামিন বাতিল করে হাইকোর্টের পর্যবেক্ষণ, 'ঘৃণ্য অপরাধ'

লখিমপুরের ঘটনায় বড়সড় ঝটকা মূল অভিযুক্ত আশিস মিশ্রের। ঘটনায় জামিনের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্টের লখনউ বেঞ্চ। ফলে আপাতত জেলেই থাকতে হবে আশীষ মিশ্রকে। মনে করা হচ্ছিল বে

  • |
Google Oneindia Bengali News

লখিমপুরের ঘটনায় বড়সড় ঝটকা মূল অভিযুক্ত আশিস মিশ্রের। ঘটনায় জামিনের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্টের লখনউ বেঞ্চ। ফলে আপাতত জেলেই থাকতে হবে আশীষ মিশ্রকে। মনে করা হচ্ছিল বেশ কিছু শর্তে সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিসকে জামিন দিতে পারে হাইকোর্ট।

হাইকোর্টের পর্যবেক্ষণ, ঘৃণ্য অপরাধ

কিন্তু দীর্ঘ সওয়াল জবাব শেষেও জামিন না মঞ্জুর হল আশিস মিশ্রের। আর এই খবর সামনে আসার পরেই জেলের ভিতরেই ভেঙে পড়েছেন ঘটনায় মূল অভিযুক্ত। অন্যদিকে জামিন না মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন লখিমপুরের বাসিন্দারা।

কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের জামিনের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্ট কড়া মন্তব্য করেছে। পর্যবেক্ষণে জানিয়েছেন, ঘটনায় চারজন কৃষকের মৃত্যু হয়। ঘটনার পরে মূল অভিযুক্তের গাড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে। এটাই তো সবথেকে বড় তথ্য। এই ঘটনা জঘন্য অপরাধের মধ্যে পড়ে বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য হাইকোর্টের। জামিনের এই মামলাতে আশিসের হয়ে সওয়াল জবাবে অংশ নিয়েছিলেন সিনিয়র আইনজীবী গোপাল চতুর্বেদী। অন্যদিকে ক্ষতিগ্রস্তদের পক্ষে কমলজিৎ রাখদা, রাজ্য সরকারের পক্ষে এএজি বিনোদ শাহী উপস্থিত ছিলেন। এমনটা জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, এর আগে এই মামলা গত ১৫ জুলাইতে শুনানি হয়েছিল। কিন্তু মামলার শুনানি হলেও নির্দেশ স্থগিত রেখেছিল হাইকোর্টের লখনউ বেঞ্চ। কিন্তু মঙ্গলবার হাইকোর্ট আশিস মিশ্রের জামিন আবেদন বাতিল করে দেয়। শুধু তাই নয়, আপাতত জেলে থাকারই নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আপাতত তাঁকে জেলেই থাকতে হবে কেন্দ্রীয়মন্ত্রীর ছেলেকে। তবে জামিন যাতে পান সেই লক্ষ্যে জোরাল সওয়াল করেছিলেন আশিসের আইনজীবী। তবে আদালত কোনও বিষয়কেই মান্যতা দেয়নি বলে আদালত সূত্রে জানা যাচ্ছে।

তবে এই বিষয়ে আশিস মিশ্রের আইনজীবী'র তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তএ এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, সম্ভবত ফের একবার হাইকোর্টে রিভিউ পিটিশন আশিস মিশ্রের তরফে করা হতে পারে।

উল্লেখ্য গত বছর অর্থাৎ ২০২১ সালের ৩ অক্টোবর লখিমপুর খেরিতে হওয়া মর্মান্তিক দুর্ঘটনাতে তিন জন কৃষক সহ আট জনের মৃত্যু হয়। এই ঘটনায় মূল অভিজুক্র কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশ নির্বাচনের আগে জামিন পেয়েছিলেন আশিস। কিন্তু দীর্ঘ বিতর্ক এবং সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেওয়ার কারণে ফের একবার জেলে যেতে হয় তাঁকে। এরপর থেকেই জেলেই আছে মূল অভিযুক্ত।

English summary
High court denies bail of Ashish Mishra in lakhimapur case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X