উত্তর-পূর্বে যেকোনও সময় হতে পারে জঙ্গি হামলা : স্বরাষ্ট্রমন্ত্রক
নয়াদিল্লি, ১১ জুন : মায়ানমারে ভারতীয় সেনার জঙ্গি নিধনের ঘটনার পাল্টা হিসাবে যেকোনও সময় এদেশের উত্তর-পূর্ব অংশে হামলা চালাতে পারে 'এনএসসিএন-কে' জঙ্গিরা। এই মর্মে হাই অ্যালার্ট জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
এদিন এই নিয়ে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর, এনএসএ প্রধান অজিত ডোভাল সহ একাধিক ব্যক্তিত্ব। সেই মিটিংয়ের পরই রেড অ্যালার্ট জারি হয় ভারতের উত্তর-পূর্ব সীমান্তে।

প্রসঙ্গত, দু'দিন আগেই ভারতীয় সেনাবাহিনী মায়ানমারের সেনাদের সঙ্গে নিয়ে সেদেশে ঢুকে জঙ্গিদের খতম করেছে। রাতের অন্ধকারে জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে ২০ জনের বেশি জঙ্গিকে মেরে ফেলা হয়। সেই ঘটনারই বদলা হিসাবে এবার ভারতের উপর প্রত্যাঘাত নেমে আসতে পারে বলে গোপন সূত্রে খবর পৌঁছেছে ভারতের কাছে।
জুন মাসের প্রথম থেকে অন্তত পাঁচবার ভারতীয় সেনার উপর মণিপুর সীমান্তে হামলা চালানো হয়েছে বলে কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে। ফলে আরও বেশি করে সতর্ক রয়েছে ভারত।