For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র জুড়ে 'হাই অ্যালার্ট'! পরিত্যক্ত বিস্ফোরক আইইডি ঘিরে তদন্তে এটিএস

পুলওয়ামা পরবর্তী পর্যায়ে দেশের বিভিন্ন অংশে নিরাপত্তা বেশ আঁটোসাটো করা হয়েছে।এদিকে, গোয়েন্দা সূত্রে খবর ছিল ,আগামী কয়েকদিনের মাথায় ভারতের মাটিতে ফের হামলার ছক কষছে জইশ জঙ্গিরা।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামা পরবর্তী পর্যায়ে দেশের বিভিন্ন অংশে নিরাপত্তা বেশ আঁটোসাটো করা হয়েছে।এদিকে, গোয়েন্দা সূত্রে খবর ছিল ,আগামী কয়েকদিনের মাথায় ভারতের মাটিতে ফের হামলার ছক কষছে জইশ জঙ্গিরা। এরইমধ্যে চরম চাঞ্চল্য ছড়িয়েছে মাহারাষ্ট্রের রায়গড়ে।

মহারাষ্ট্র জুড়ে হাই অ্যালার্ট! পরিত্যাক্ত বিস্ফোরক আইইডি ঘিরে তদন্তে এটিএস

মহারাষ্ট্রের রায়গড়ে একটি রাজ্য পরিবহনের বাসে মিলেছে আইইডি। বৃহস্পতিবার রাতেই বাসে বিস্ফোরক মেলার ঘটনার কথা জানা যায়। তড়িঘড়ি সেখানে পুলিশ পৌঁছলে আইইডি উদ্ধার করা হয়। জানা যায়, খুব কম ক্ষমতা সম্পন্ন ছিল ওই আইইডি বিস্ফোরকটি। ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে মহারাষ্ট্র অ্যান্টিটেররিজম স্কোয়াড (এটিএস।)। এটিএস এর সঙ্গে সমান্তরলাভাবে তদন্ত চালাচ্ছে মহারাষ্ট্র পুলিশও।

[আরও পড়ুন:উত্তরপ্রদেশ থেকে ধরা পড়ল দুই সন্দেহভাজন জইশ জঙ্গি ][আরও পড়ুন:উত্তরপ্রদেশ থেকে ধরা পড়ল দুই সন্দেহভাজন জইশ জঙ্গি ]

বম্ব ডিটেনশন অ্যান্ড ডিজপোসাল স্কোয়াডের পাঠানো নমুনার ভিত্তিতে শুরু হয়ে গিয়েছে তদন্ত প্রক্রিয়া। জানা গিয়েছে, বিস্ফোরকে এক অচেনা গুঁড়ো ব্যবহার করা হয়েছে। আর এই গুঁড়োর যোগান কোথা থেকে এসেছে তার কিনারা করতে চাইছে এটিএস। উল্লেখ্য,স পুলওয়ামা পরবর্তী পর্যায়ে মহারাষ্ট্রে এমন আইইডি উদ্ধার ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। ২৬/১১ এর এই রাজ্যই ভয়াবহ এক হামলা দেখেছে। তার প্রেক্ষাপটেও এই আইইডি উদ্ধার নিঃসন্দেহে প্রাসঙ্গিক।

[আরও পড়ুন: পুলওয়ামা হামলা নিয়ে ভারতের সুরে সুর মেলাতে বাধ্য হল চিন! রাষ্ট্রসংঘের চরম পদক্ষেপ][আরও পড়ুন: পুলওয়ামা হামলা নিয়ে ভারতের সুরে সুর মেলাতে বাধ্য হল চিন! রাষ্ট্রসংঘের চরম পদক্ষেপ]

English summary
A high alert has been sounded in entire Maharashtra after a low-intensity blast took place on a busy road near Mumbai and an IED was found on a state transport bus in Raigad district on Thursday night.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X