For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখনও থমথমে ডিমাপুর, লাল সতর্কতা জারি হয়েছে অসমেও

  • |
Google Oneindia Bengali News

ডিমাপুর, ৭ মার্চ : ডিমাপুরে গণপিটুনির ঘটনার পর এখনও থমথমে হয়ে রয়েছে নাগাল্যান্ড। লাল সতর্কতা জারি হয়েছে অসমেও।

পরিস্থিতি সামাল দিতে গতকাল প্রতিবেশী রাজ্য অসম থেকে অতিরিক্ত বাহিনী পৌঁছায় ডিমাপুরে। এই মুহূর্তে ডিমাপুরের পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈও কথা বলেছেন টি আর জেলিয়াংয়ের সঙ্গে। মৃত, ফরিদ খান আদতে অসমের করিম গঞ্জের বাসিন্দা। ফলে অসমেও জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

থমথমে ডিমাপুর, লাল সতর্কতা জারি হয়েছে অসমেও


নাগা ফ্রন্ট ও বিজেপির জোট সরকার রয়েছে নাগাল্যান্ডে ফলে কিছুটা অস্বস্তিতে কেন্দ্রীয় সরকারও। ঘটনার পরপরই বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং-এর সঙ্গে এই বিষয়ে কথাও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সাসপেন্ড করা হয়েছে জেলাশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট জেলের সুপারকে।

নাগাল্যান্ডের পুলিসের ডিরেক্টর জেনেরল জানিয়েছেন উন্মত্ত জনতার সংখ্যা এতটাই বেশি ছিল যে সেখান থেকে প্রকৃত অপরাধীদের সনাক্ত করা বেশ কঠিন। তাছাড়া উত্তেজিত জনতার মাঝে বেশকিছু স্কুলপড়ুয়াও ছিল ফলে উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয় পুলিশ।

অন্যদিকে অসমের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী জেলিয়াং-এর কুশপুতুল পোড়ানো হয়। বিভিন্ন সংগঠন নাগাল্যান্ডগামী রাস্তা অবরোধ করে যান চলাচল স্তব্ধ করে দেয়। রাজ্যের মুখ্যসচিবকে বিষয়টি নিয়ে নাগাল্যান্ডের মুখ্যসচিবের সঙ্গে আলোচনারও নির্দেশ দিয়েছেন গগৈ।

প্রসঙ্গত, এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় ডিমাপুরের জেলে ঢুকে পুলিশের সামনে থেকেই অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গিয়ে প্রথমে তাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়, তারপর পিটিয়ে, পদপিষ্ট করে খুন করা হয়। যার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে গোটা রাজ্য।

English summary
High Alert in Assam and Nagaland After Mob Lynching of Alleged Rapist in Dimapur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X