For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমানে চড়ে অন্য রাজ্যে গিয়ে চুরি! এই হাই-টেক চোরের কাণ্ড শুনলে চোখ কপালে উঠবে

হায়দরাবাদের এক চোরকে অন্য মামলায় গ্রেফতার করে জেরা করে পুলিশের চক্ষু চড়কগাছ।

  • |
Google Oneindia Bengali News

একেবারে পেশাদার চোর যাকে বলে আর কী! তবে শুধু পেশাদার নয়, হাইটেকও বটে। একইসঙ্গে ধনীও। নাহলে কেউ গুগল ম্যাপ সার্চ করে বিমানে চড়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে চুরি করে ফেরত আসতে পারে? বিশ্বাস না হলেও এমনটাই ঘটেছে।

বিমানে চড়ে গিয়ে চুরি! এই চোরের কাণ্ড শুনে চোখ কপালে পুলিশেরও

হায়দরাবাদের এক চোরকে অন্য মামলায় গ্রেফতার করে জেরা করে পুলিশের চক্ষু চড়কগাছ। সেই চোর গুগল ম্যাপ ব্যবহার করে সম্ভ্রান্তদের এলাকায় গিয়ে বাড়ি খুঁজে তাতে চুরি করে পালিয়ে আসত। কয়েকদিন আগে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের এক চিকিৎসকের বাড়িতে এভাবে চুরি-ডাকাতি করে সে পালিয়ে যায়।

পুলিশ কোনওভাবে চোরের খোঁজ পায়নি। তবে অন্ধ্রপ্রদেশের সাথিয়া রেড্ডিকে অন্য একটি মামলায় তেলাঙ্গানা পুলিশ গ্রেফতার করে। জেরায় পুলিশ জানতে পারে, চেন্নাইয়ে হাই প্রোফাইল এলাকায় যত চুরি-ডাকাতি হয়েছে সব এই সাথিয়া করেছে।

পুলিশ জানিয়েছে, গুগল ম্যাপে প্রথমে হাই প্রোফাইল সম্ভ্রান্ত এলাকাগুলি বেছে ফেলত সাথিয়া। তারপরে পরিকল্পনা ছকে বিমানে চড়ে হায়দরাবাদ থেকে চেন্নাই পৌঁছে যেত। তারপরে সুযোগ বুঝে চুরি করে ট্রেনে চড়ে ফিরে আসত। এভাবেই শেষ অবধি চলতে চলতে পুলিশের জালে ধরা পড়ে গেল এই হাইটেক চোর।

English summary
Hi-tech thief in Chennai used Google Maps and took flights to rob houses
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X