For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট ২০১৭: নারী ও শিশুকল্যাণ খাতে ঘোষণা হল কী কী?

দেশের নারী ও শিশু কল্যাণ খাতে কী কী কর্মসূচি ঘোষিত হল ,কতটা ব্যয় বরাদ্দ হল দেখে নেওয়া যায়ক এক নজরে।

  • |
Google Oneindia Bengali News

নোটবাতিলের সিদ্ধান্তের পর এবারের কেন্দ্রীয় বাজেটের দিকে নজর ছিল সকলের। বিভিন্ন ক্ষেত্রে, দেশের বহু পরিষেবার বিভিন্ন খাতেই আজ ব্যায় বরাদ্দের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। দেশের নারী ও শিশুকল্যাণ খাতে কী কী কর্মসূচি ঘোষিত হল ,কতটা ব্যায় বরাদ্দ হল দেখে নেওয়া যাক এক নজরে।[জনমোহিনী বাজেট, নাকি হতাশাজনক, কী বলছে বাংলার রাজনৈতিক মহল?]

বাজেট ২০১৭: নারী ও শিশুকল্যান খাতে ঘোষণা হল কী কী?

  • দেশের নারী ও শিশু কল্যাণ খাতে সাধারণ বাজেটে ব্যায় বরাদ্দ হয়েছে ১.৫৬ লক্ষ টাকা।[বাজেট নিয়ে খুশি দেশের স্বর্ণ ব্যবসায়ীরা]
  • বাজেট পেশ করার সময় অরুণ জেটলি বলেন, ' সবকা সাথ সবকা বিকাশ ' -এই স্লোগানের শুরু হবে শিশুকন্যাদের দিয়েই হবে।
  • সরকারের তরফে ৫০০ কোটি টাকা ব্যায়ে মহিলা শক্তি কেন্দ্রে তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে।
  • দেশের গ্রামগুলির ১৪ লক্ষ অঙ্গনওয়াড়ি এলাকায় এই ধরনের কেন্দ্র তৈরি করা হবে।[বাজেট ২০১৭ : ডিজিটাল পেমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি একনজরে]
  • গর্ভবতী মহিলা ও যাঁরা সদ্য মা হয়েছেন , এমন মহিলাদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে বাজেটে।
  • এই আর্থিক সাহায্য আসবে ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহযোগ যোজনা থেকে। পাশাপাশি এই খাতে ৪০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার কোটি টাকা ব্যায় বরাদ্দের ঘোষণা করা হয়।[বাজেট ২০১৭ : কোন খাতে কত বাজেট বরাদ্দ হল জেনে নিন একনজরে]
  • এই প্রকল্পের আওতায় ৬ হাজার টাকার আর্থিক সাহায্য পাঠানো হবে সংশ্লিষ্ট মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
English summary
Women and children welfare found ample presence in the Union Budget presented by Finance Minister Arun Jaitley today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X