For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কখন ,কীভাবে অনলাইনে আজকের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে জেনে নিন

উত্তর আমেরিকা সহ বিশ্বের নানা দেশ আজ সাক্ষী থাকতে চলেছে পূর্ণ সূর্যগ্রহণের। তবে সোমবারের এই মহাজাগতিক ঘটনার সাক্ষী শুধু থাকতে পারবেনা ভারত সহ এশিয়ার কয়েকটি দেশ।

  • |
Google Oneindia Bengali News

উত্তর আমেরিকা সহ বিশ্বের নানা দেশ আজ সাক্ষী থাকতে চলেছে পূর্ণ সূর্যগ্রহণের। তবে সোমবারের এই মহাজাগতিক ঘটনার সাক্ষী শুধু থাকতে পারবেনা ভারত সহ এশিয়ার কয়েকটি দেশ। কারণ সেই সময়ে এদেশে থাকবে রাত। এদিকে, মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র নাসার তরফে এই মহাজাগতিক দৃশ্য দেখানো হবে লাইভ স্ট্রিমিং -এ। আজ রাতের এই সূর্যগ্রহণের সময়সূচী সহ বেশ কিছু তথ্য দেখে নেওয়া যাক একনজরে।

[আরও পড়ুন:২১ অগাস্ট পূর্ণ সূর্যগ্রহণ, কোন কোন দেশে দেখা যাবে, কেমন হবে সেই দৃশ্য, জেনে নিন][আরও পড়ুন:২১ অগাস্ট পূর্ণ সূর্যগ্রহণ, কোন কোন দেশে দেখা যাবে, কেমন হবে সেই দৃশ্য, জেনে নিন]

ভারতীয় সময়ে সূর্যগ্রহণ কখন ?

ভারতীয় সময়ে সূর্যগ্রহণ কখন ?

ভারতীয় সময় রাত ১০:৩০ মিনিট নাগাদ শুরু হতে চলেছে । সেই সময়ে হিন্দু ধর্ম অনুযায়ী সূর্যগ্রহণের সময়কাকে ঘিরে রয়েছে একাধিক নিয়ম। তার সঙ্গে আজ কৌশিকী অমাবস্যা থাকায় জ্যোতিষ মতে বেশ কিছু ধর্মীয় আচার পালনের পরামর্শ দিয়ে থাকেন অনেকেই।

[আরও পড়ুন:২১ অগাস্ট আসন্ন সূর্যগ্রহণ সম্পর্কে কয়েকটি জরুরি তথ্য জেনে নিন][আরও পড়ুন:২১ অগাস্ট আসন্ন সূর্যগ্রহণ সম্পর্কে কয়েকটি জরুরি তথ্য জেনে নিন]

 অনলাইনে

অনলাইনে "লাইভ"-এ কীভাবে দেখা যাবে এই দৃশ্য ?

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার তরফে অনলাইনে দেখা যাবে গ্রহণের এই পূর্ণগ্রাস। স্যাটালাইট, রিসার্চ এয়ারক্রাফ্ট ও উচ্চ অক্ষআংশের বেলুনে স্থাপিত ক্যামেরা দ্বারা নাসা এই দৃশ্যকে তুলে ধরবে সরাসরি সম্প্রচারে।

[আরও পড়ুন:'গ্রেট আমেরিকান একলিপ্স' কী জানেন,মার্কিন যুক্তরাষ্ট্রের সূর্যগ্রহণ সম্পর্কে বিশেষ তথ্য জেনে নিন][আরও পড়ুন:'গ্রেট আমেরিকান একলিপ্স' কী জানেন,মার্কিন যুক্তরাষ্ট্রের সূর্যগ্রহণ সম্পর্কে বিশেষ তথ্য জেনে নিন]

সোশ্যাল মিডিয়ায় কী দেখা যাবে ?

সোশ্যাল মিডিয়ায় কী দেখা যাবে ?

সেশ্যাল মিডিয়া সাইট, টুইটার, ফেসবুক, টুইচ টিভি ও ইউটিউবের মাধ্যমে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। ভারতে যখন এই দৃশ্য দেখা যাবে না , তখন তা অনলাইনের মাধ্যমেই দেখা ভালো।

[আরও পড়ুন:২১ অগাস্ট সূর্যগ্রহণ সম্পর্কে এই তথ্যগুলিতে একবার চোখ বুলিয়ে নিতে পারেন][আরও পড়ুন:২১ অগাস্ট সূর্যগ্রহণ সম্পর্কে এই তথ্যগুলিতে একবার চোখ বুলিয়ে নিতে পারেন]

মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায় কোথায় দেখা যাবে এই গ্রহণ ?

মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায় কোথায় দেখা যাবে এই গ্রহণ ?

আমেরিকার ওরেগনের লিঙ্কন বিচে দেখা যাবে এই দৃশ্য। মন্টানা, জর্জিয়া, ইলিনোইস,মিসৌরি, কেন্টাকি, সাউথ ক্যরোলিনা থেকে দেখা যাবে এই দৃশ্য।

[আরও পড়ুন:২১ অগাস্ট সূর্যগ্রহণের প্রভাবে কোন রাশির সময় কেমন যাবে দেখে নিন][আরও পড়ুন:২১ অগাস্ট সূর্যগ্রহণের প্রভাবে কোন রাশির সময় কেমন যাবে দেখে নিন]

কতক্ষণ থাকবে এই গ্রহণ?

কতক্ষণ থাকবে এই গ্রহণ?

নাসার ওয়েব সাইট অনুযায়ী গ্রহণ তার প্রক্রিয়ার চরমে পৌঁছে অর্থাৎ চাঁদের ছায়া সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে রাখবে ২ মিনিট ৪০ সেকেন্ড ধরে। তারপর ধীরে ধীরে তা ছাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা ও চার্লেস্টোন থেকে এই দৃশ্য খুবই ভালোভাবে দেখা যাবে।

[আরও পড়ুন:সূর্যগ্রহণ ঘিরে বিশ্বের নানা প্রান্তের এইসব পৌরাণিক কাহিনি অবাক করার মতো][আরও পড়ুন:সূর্যগ্রহণ ঘিরে বিশ্বের নানা প্রান্তের এইসব পৌরাণিক কাহিনি অবাক করার মতো]

 খালি চোখে সূর্যগ্রহণ দেখা নিয়ে কী বলছে নাসা ?

খালি চোখে সূর্যগ্রহণ দেখা নিয়ে কী বলছে নাসা ?

নাসা-র পরামর্শ অনুযায়ী খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিৎ নয়। এরজন্য উপযুক্ত চশমা বা এক্সরে প্লেট সামনে রেখে তার দ্বারা এই দৃশ্য দেখা উচিত। কারণ এই সময়ে সূর্যের ক্ষতিকর রশ্মি এসে চোখের দৃষ্টিকে আক্রান্ত করতে পারে।

[আরও পড়ুন:সূর্যগ্রহণের সময়ে 'বিবর্তন' শিশুর পিতা হতে চান, সঙ্গিনীর জন্য আবেদন যুবকের][আরও পড়ুন:সূর্যগ্রহণের সময়ে 'বিবর্তন' শিশুর পিতা হতে চান, সঙ্গিনীর জন্য আবেদন যুবকের]

English summary
A total solar eclipse will take place today, 21 August, all over North America. The solar eclipse will start around 1 p.m EDT (which is around 10.30 pm IST), and US Space agency NASA will have a live video stream from locations across the country and beyond.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X