For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০০ ও ২ হাজারের নোট ছাপতে কত খরচ পড়ছে জানেন? জেনে নিন কী বলছে আরবিআই

এই বিআরবিএনএমপিএল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সহযোগী সংস্থা হিসাবে পরিচিত। তথ্য জানার অধিকার আইনে প্রশ্নের উত্তরে বিআরবিএনএমপিএল জানিয়েছে এক একটি ৫০০ ও ২ হাজারের নোট ছাপাতে কত খরচ পড়ছে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

ইন্দোর, ২১ ডিসেম্বর : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড (বিআরবিএনএমপিএল) ৫০০ ও ২ হাজার টাকার নোট ছাপছে। জানা গিয়েছে, ৫০০ টাকার নোট ছাপতে খরচ পড়ছে ৩ টাকা ৯ পয়সা ও ২ হাজার টাকার নোট ছাপতে খরচ পড়ছে ৩ টাকা ৫৪ পয়সা।[২০০৫ সালের আগে ছাপা নোট ব্যাঙ্কে জমা দিলে কি হবে? কি বলছে আরবিআই]

এই বিআরবিএনএমপিএল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সহযোগী সংস্থা হিসাবে পরিচিত। তথ্য জানার অধিকার আইনে জনৈক চন্দ্রশেখর গৌড়ের প্রশ্নের উত্তরে বিআরবিএনএমপিএল এই তথ্য জানিয়েছে। বলা হয়েছে ১ হাজারটি ৫০০ টাকার নোট ছাপতে খরচ পড়ছে ৩০৯০ টাকা। অর্থাৎ নোট প্রতি ৩ টাকা ৯ পয়সা।[ ১৮টি চার্টার্ড বিমানে ভরে ১৮০০ টন সুইস নোট এসেছে কলকাতায়]

৫০০ ও ২ হাজারের নোট ছাপতে কত খরচ পড়ছে জানেন? জেনে নিন কী বলছে আরবিআই

এদিকে ২ হাজারের ১ হাজারটি নোট ছাপতে বিআরবিএনএমপিএল এর খরচ পড়ছে ৩৫৪০ টাকা। অর্থাৎ নোট প্রতি ৩ টাকা ৫৪ পয়সা। এই দামেই নতুন ৫০০ ও ২ হাজারের নোট ছাপার কাজ জোরকদমে চলছে বলে জানানো হয়েছে।[নোট বাতিলের সিদ্ধান্তে কেন্দ্র সরকারের কত লক্ষ কোটি টাকা আয় হবে জানেন?]

প্রসঙ্গত, গত নভেম্বরের ৮ তারিখ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পুরনো ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে লড়তে এই সিদ্ধান্তের আশু প্রয়োজন ছিল বলে জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে এটাও বলা হয় যে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পুরনো বাতিল নোট ব্যাঙ্কের মাধ্যমে বদল করে নেওয়া যাবে।

English summary
Bhartiya Reserve Bank Note Mudran Private Limited (BRBNMPL) is printing each new Rs 500 note at the old cost of Rs 3.09, while the cost of Rs 2,000 currency note is Rs 3.54.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X