For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই পদক্ষেপের ফলে হেপাটাইটিস বি, টিবি-র মতো রোগের খরচ এবার কমতে পারে

দেশের ড্রাগ প্রাইস রেগুলেটর বা ড্রাগের দাম নির্ধারণকারী প্রতিষ্ঠান, ন্যাশনাল ফার্মাকিউটিক্যাল প্রাইসিং অথরিটি নতুন করে ৩৯ টি ওষুধের দাম পর্যালোচনা করেছে।

  • |
Google Oneindia Bengali News

দেশের ড্রাগ প্রাইস রেগুলেটর বা ড্রাগের দাম নির্ধারণকারী প্রতিষ্ঠান , ন্যাশনাল ফার্মাকিউটিক্যাল প্রাইসিং অথরিটি নতুন করে ৩৯ টি ওষুধের দাম পর্যালোচনা করেছে। প্রতিষ্ঠানের তরফে ঘোষণা করা হয়েছে, এই ওষুধের দাম নতুন করে ধার্য করা হয়েছে। নতুন এই পদক্ষেপের ফলে ক্যানসার, হেপাটাইটিস বি, টিউবারকিউলোসিস , ম্যালেরিয়া, হামের ওষুধের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে।

এই পদক্ষেপের ফলে হেপাটাইটিস বি, টিবি-র মতো রোগের খরচ এবার কমতে পারে

কিছুদিন আগে , সংস্থার পক্ষ থেকে একটি টুইটে জানানো হয়েছে। আরও ৩৭টি নতুন উর্মুলেশনের দামের বিষয়ে পদক্ষেপ নিচ্ছে এন পিপিএ। এই ড্রাগ প্রাইস রেুগুলেটর তাদের নতুন পদক্ষেপে বিভিন্ন ড্রাগের দাম নির্ধারণ করেছে। এই ড্রাগগুলির মধ্যে রয়েছে অ্যান্টি ফাংগাল কিছু ড্রাগ, টিবি নিরাময়কারী ড্রাগ, এছাড়াও সুমাট্রিপটান,আইওহেক্সল, হেপাটাইটিস বি ইমিউগ্লোবিউলিন সমতে বহু কঠিন রোগ নিরাময়কারী ড্রাগ।

এই পদক্ষেপের ফলে হেপাটাইটিস বি, টিবি-র মতো রোগের খরচ এবার কমতে পারে

এনপিপিএ -র এই পদক্ষেপের ফলে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিনের দাম কম করে ২০ শতাংশ কমে যেতে চলেছে, বলে দাবি করা হচ্ছে। ফলে এই রোগের চিকিৎসার খরচ কমতে চলেছে অনেকটাই।

English summary
The National Pharmaceutical Pricing Authority (NPPA), the drug price regulator on Wednesday announced that it has fixed and revised the ceiling prices of as many as 39 drug formulations. With the new move, some drugs used in the treatment of cancer, hepatitis B, tuberculosis, measles and malaria are expected to get cheaper.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X