For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদ ব্যস্ত রইল 'হনুমান' নিয়ে আলোচনা-বিতর্কে! বিজেপির হেমাকে সমর্থন জানিয়ে বক্তব্য তৃণমূলের সুদীপের

একদিকে, আর্থিক মন্দা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের মতো ঘটনায় যখন দেশের সাধারণ মানুষ নাজেহাল, তখন শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহ সংসদে আলোচিত হল 'হনুমান'

  • |
Google Oneindia Bengali News

একদিকে, আর্থিক মন্দা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের মতো ঘটনায় যখন দেশের সাধারণ মানুষ নাজেহাল, তখন শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহ সংসদে আলোচিত হল 'হনুমান' এর প্রসঙ্গ। বৃহস্পতিবার সংসদ এমনই এক ঘটনার সাক্ষী রইল।

কোন প্রসঙ্গে আলোচনা করেন হেমা?

কোন প্রসঙ্গে আলোচনা করেন হেমা?

উত্তর প্রদেশের মথুরার সাংসদ হেমা মালিনী এদিন সংসদে তাঁর কেন্দ্রে ঘটে চলা হনুমানের উপদ্রবের প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। হেমা মালিনী জানান, তিনি তাঁর সংসদীয় এলাকায় চান একটি 'হনুমান সাফারি'। যা হনুমানের নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। হেমা বলেন, ' হনুমানরা মানুষের মতো খাদ্যাভাস গ্রহণ করেছে। যা তাদের পক্ষে স্বাস্থ্যকর নয়। এখন তারা ফলখেতে চায়না। তারা সিঙ্গারা, ফ্রুটি খেতে চায়।'

সংসদে আলোচিত হল 'প্রাণঘাতী আক্রমণ হনুমানের'

সংসদে আলোচিত হল 'প্রাণঘাতী আক্রমণ হনুমানের'

এদিন হেমা মালিনী বলেন, মথুরায় মাঝে সাঝেই ভীষণ হিংস্র হয়ে ওঠে সেখানের হনুমানরা। হেমা সংসদে জানান, 'হনুমানরা প্রণঘাতী আক্রমণ করে চলেছে মথুরায়। এমনকি বৃন্দাবনে কিছু মানুষের মৃত্যুও হয়েছে।'

 সুদীপের সমর্থন হেমাকে

সুদীপের সমর্থন হেমাকে

বিজেপির তরফে হেমা মালিনী যখন এই হনুমানের উপদ্রবের প্রসঙ্গ তুলেছেন, তখন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ও মথুরার সাংসদের সমর্থনে আসেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে মথুরার প্রসঙ্গ তুলে জানান, একবার তিনি এক পা দুপা এগিয়েছিলে , সেই সময় হঠাৎ তিনি অনুভব করেন কেউ তাঁকে আঁচড় মেরে পালিয়েছে। এরপরই মুহূর্তে তাঁর চশমা কেড়ে নেয় হনুমানরা। শেষে ফ্রুটির প্যাকেট দিয়ে চশমা হনুমানের থেকে ফেরত পান সুদীপ।

 চিরাগ পাসওয়ানের বক্তব্য

চিরাগ পাসওয়ানের বক্তব্য

সংসদে হনুমান সংক্রান্ত আলোচনায় অংশ নেন রামবিলাস পাসওয়ানের ছেলে সাংসদ চিরাগও। তিনি জানান, বিভিন্ন সময় দেখা যায় হনুমানের আতঙ্কের জন্য বাড়ি থেকে মানুষ বের হতে ভয় পান। অনেক সময় বাড়ি ভাঙচুরও করে দেয় হনুমান।

English summary
Hema Malini discusses on Monkeys at Parliament, Sudip Banerjee , Chirag Paswan joins.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X