For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"আমি আইএসআই এজেন্ট; ভারতে থাকতে চাই": দিল্লির বিমানবন্দরে পাক ব্যক্তির চমকপ্রদ দাবি

'হ্যালো, আমি আইএসআই এজেন্ট, কিন্তু আমি আর এভাবে থাকতে চাই না, ভারতে বসবাস করতে চাই।' শুক্রবার দিল্লির ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া বিমান থেকে নেমে এমনটাই দাবি করেন এক যাত্রী।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৮ এপ্রিল : 'হ্যালো, আমি আইএসআই এজেন্ট, কিন্তু আমি আর এভাবে থাকতে চাই না, ভারতে বসবাস করতে চাই।' শুক্রবার দিল্লির ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া বিমান থেকে নেমেই এক যাত্রীর মুখে এমন কথা শুনে প্রথমটায় বেশ হকচকিয়ে যায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

পাকিস্তানের পাসপোর্টের অধিকারী ওই ব্যক্তির নাম মহম্মদ আহমেদ শেখ মহম্মদ রফিক। এয়ার ইন্ডিয়ার বিমান থেকে নেমে হেল্প ডেস্কে গিয়ে রফিক কর্তব্যরত এক মহিলা কর্মীকে বলেন, পাক সংস্থা আইএসআই সম্পর্কে তিনি কিছু তথ্য দিতে চান।

"আমি আইএসআই এজেন্ট; ভারতে থাকতে চাই": দিল্লির বিমানবন্দরে পাক ব্যক্তির চমকপ্রদ দাবি

রফিকে চাঞ্চল্যকর দাবি শুনে প্রথম বেশ ঘাবড়ে যান ওই মহিলা কর্মী। তারপর নিরাপত্তা আধিকারিককে এই বিষয়টি নিয়ে খবর দেন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করা হয় এবং সিআইএ-তে খবর দেওয়া হয়।

রফিকের বয়স চল্লিশের কাছাকাছি। দুবাই থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে করে রফিক ভারতে আসে। ভারত থেকে কাঠমান্ডু যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কাঠমান্ডু না গিয়ে বিমান থেকে নেমে যায় রফিক। এবং সরাসরি হেল্প ডেস্কে গিয়ে পৌঁছয়।

জিজ্ঞাসাবাদের সময় রফিক জানায় সে আইএসআই এজেন্ট। কিন্তু আর সেদেশে ফিরে না গিয়ে ভারতেই থাকতে চায় সে।

English summary
'Hello, I am an ISI agent; want to stay in India': Pakistani man makes startling claim at Delhi's IGI airport
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X